অমিতাভের টুইটার অ্যাকাউন্ট হ্যাকড!
অমিতাভ বচ্চন বলিউডে কেবল অভিনয়ের দিক থেকে নয়, আরেকটি বিষয়েও সবার চেয়ে এগিয়ে। সেটি হলো সামাজিক মাধ্যমে জনপ্রিয়তা। টুইটারে অমিতাভের অনুসারী দেড় কোটিরও বেশি! কাজেই বুঝতেই পারছেন, অমিতাভের টুইটার অ্যাকাউন্টটি কত গুরুত্বপূর্ণ! অথচ এনডিটিভির খবরে জানা গেল, সেই অ্যাকাউন্টটি নাকি হ্যাক হয়ে গেছে!
বলিউডের ‘টুইটার বস’ অমিতাভ এ ঘটনা টের পেয়েছেন আজ সকালের দিকে। টুইটারে লগইন করেই তো তাঁর চক্ষু চড়কড়গাছ! তিনি দেখতে পেলেন, অনেকগুলো ‘সেক্স সাইট’ ফলো করছেন তিনি! প্রাথমিকভাবে চমকে গেলেও দ্রুত বুঝে ফেলেন, তাঁর অ্যাকাউন্টটি হ্যাক করা হয়েছে। এরপর অবশ্য দ্রুত দরকারি ব্যবস্থা নেন অমিতাভ।
এ নিয়ে ফলোয়ারদের সতর্ক করে দেওয়ার ব্যাপারে তেমন উদ্বিগ্নতা দেখাননি অমিতাভ, তবে রসিকতা করেছেন। ‘আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে। দেখতে পাচ্ছি কয়েকটা ‘সেক্স সাইট’ ফলো করছি। যেই কাজটা করে থাকুক, তাকে এই বলি… ওহে, অন্য কারো জন্য এসবের চেষ্টা করো। আমার এসবের দরকার নেই!’
এই মুহূর্তে অমিতাভ বচ্চনের টুইটারে অনুসারীর সংখ্যা এক কোটি ৬৫ লাখ। ২০১০ সাল থেকে টুইটার ব্যবহার করছেন তিনি।
সবশেষ অমিতাভকে দেখা গেছে সুজিত সরকারের প্রশংসিত ছবি ‘পিকু’তে। এতে তাঁর সাথে অভিনয় করেছিলেন দীপিকা পাড়ুকোন এবং ইরফান খান। এখন তিনি ফারহান আখতারের সাথে ‘ওয়াজির’ এবং আর বালকির ছবি ‘কি অ্যান্ড কা’য় একটি বিশেষ উপস্থিতিতে অভিনয়ের কাজে ব্যস্ত।