বন্দর নিয়ে ষড়যন্ত্র হচ্ছে : মহিউদ্দিন চৌধুরী
চট্টগ্রাম বন্দরকে অকার্যকর ও দুর্বল করতে দেশি-বিদেশি ষড়য়ন্ত্র শুরু হয়েছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের সাবেক মেয়র ও নগর আওয়ামী লীগ সভাপতি এ বি এম মহিউদ্দিন চৌধুরী। পাশাপাশি গভীর সমুদ্র বন্দর সোনাদিয়ার পরিবর্তে পায়রাবন্দে সরিয়ে নেওয়ার চক্রান্ত প্রতিহত করার ঘোষণা দেন তিনি।
আজ সোমবার দুপুরে নগরীর চশমা হিলের বাসায় এক সাংবাদ সম্মেলনে এ অভিযোগ করেন মহিউদ্দিন চৌধুরী। তিনি অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী গভীর সমুদ্রবন্দর মহেশখালীর সোনাদিয়ায় নির্মাণের কথা। জরিপ করে এর সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। হঠাৎ করে গভীর সমুদ্র বন্দর পায়রাবন্দে স্থানান্তর প্রক্রিয়া শুরু হয়েছে।
চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ারটেককে অবৈধভাবে কন্টেইনার হ্যান্ডলিংয়ের কাজ দেওয়া হয়েছে দাবি করে এ বি এম মহিউদ্দিন চৌধুরী বলেন, এসব প্রতিষ্ঠানের সঙ্গে আওয়ামী লীগের কয়েকজন নেতাও ব্যবসা করছেন। পাশাপাশি আন্তর্জাতিক মাফিয়া চক্র নৌ মন্ত্রণালয় ও বন্দরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এসব ষড়য়ন্ত্রের সঙ্গে জড়িত বলে জানান তিনি।
সাবেক মেয়র আরো বলেন, চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের সিস্টেম মাফিয়া চক্রের হাতে জিম্মি হয়ে পড়ায় বন্দরে জাহাজের গড় অবস্থান বেড়ে গেছে। ফলে জাহাজ মালিকরা যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছেন, তেমনি আমদানি-রপ্তানি পণ্যে নেতিবাচক প্রভাব পড়ছে।
মহিউদ্দিন চৌধুরী বন্দরের বিরুদ্ধে যেকোনো ষড়য়ন্ত্র প্রতিহত করতে জনগণকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।