১১ মামলায় জামিন পেলেন আমান
নাশকতার ১১ মামলায় বিএনপির যুগ্ম মহাসচিব আমান উল্লাহ আমানের জামিন মঞ্জুর করেছেন আদালত। আজ বৃহস্পতিবার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আলী মাসুদ শেখ এ জামিন মঞ্জুর করেন।
এর আগে আমান উল্লাহ আমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া জামিন চেয়ে অতিরিক্ত মুখ্য মহানগর হাকিমের আদালতে আবেদন করেন। শুনানি শেষে জামিন আবেদন মঞ্জুর করেন আদালত।
গত ২ অক্টোবর আমান উল্লাহ আমান চারটি মামলায় ঢাকা মুখ্য মহানগর হাকিমের আদালতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। চলতি বছর হরতাল-অবরোধে বিভিন্ন নাশকতার অভিযোগে আমান উল্লাহ আমানের বিরুদ্ধে এসব মামলা করা হয়।
বর্তমানে আমান উল্লাহ আমান গাজীপুরে কাশিমপুর কারাগারে আটক আছেন। আমান উল্লাহ আমানের আইনজীবী সানাউল্লাহ মিয়া সাংবাদিকদের জানান, আমানের বিরুদ্ধে আরো মামলা আছে। তাই শিগগিরই মুক্তি পাচ্ছেন না তিনি।