টাঙ্গাইল উপনির্বাচনে যাবে কাদের সিদ্দিকীর দল
জাতীয় সংসদের টাঙ্গাইল-৪ (কালিহাতি) আসনের উপনির্বাচন অংশ নেবে কৃষক শ্রমিক জনতা দল। আজ শনিবার বিকেল ৪টায় রাজধানীর রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়। তবে এ নির্বাচনের প্রার্থী চূড়ান্ত করা হয়নি।
দলের যুগ্ম সম্পাদক ইকবাল সিদ্দিকী এনটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রার্থী চূড়ান্ত করার বিষয়ে ইকবাল সিদ্দিকী বলেন, ‘এখনো আমরা বিষয়টি চূড়ান্ত করিনি। তবে দলের তৃণমূল পর্যায়ের নেতাকর্মীরা চান কাদের সিদ্দিকী উপনির্বাচনে অংশগ্রহণ করুক।’
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি কাদের সিদ্দিকী বীর উত্তম, সহসভাপতি আমিনুল ইসলাম তারেক, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তালুকদার বীর প্রতীক, সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম দেলোয়ার, নির্বাহী কমিটির সদস্য নাসরিন সিদ্দিকী প্রমুখ।
গত বছর ২৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে টাঙ্গাইল সমিতি আয়োজিত অনুষ্ঠানে পবিত্র হজ ও তাবলিগ জামাত নিয়ে কটূক্তি করেন টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের সংসদ সদস্য, তৎকালীন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী লতিফ সিদ্দিকী।
এর পরিপ্রেক্ষিতে সারা দেশে তাঁর বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগে মোট ২১টি মামলা আমলে নেওয়া হয়। এর আগে মহাজোট সরকারের মন্ত্রিসভা থেকে তাঁকে অপসারণ করা হয়। হারান দলীয় পদও।
সবশেষ গত ১ সেপ্টেম্বর জাতীয় সংসদে পদত্যাগের ঘোষণা দেন লতিফ সিদ্দিকী। এ সময় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর কাছে নিজের পদত্যাগপত্রও জমা দেন তিনি। এর পর স্পিকার সংবিধানের ৬৭-এর ২ ধারা অনুযায়ী লতিফ সিদ্দিকীর আসন শূন্য ঘোষণা করেন।