এ কে এম মোশাররফের বিরুদ্ধে বড় পুকুরিয়া মামলা চলবে
সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের বিরুদ্ধে বড়পুকুরিয়া কয়লাখনি দুর্নীতি মামলা সচলের রায় দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তাঁকে নিম্ন আদালতে আত্মসমর্পণেরও নির্দেশ দেওয়া হয়েছে।
আজ সোমবার বিচারপতি ভবানী প্রসাদ সিংহ ও বিচারপতি এস এম মজিবুর রহমানের হাইকোর্ট বেঞ্চ মোশাররফের করা আবেদন খারিজ করে এ রায় দেন।
এর ফলে বিচারিক আদালতে মোশাররফের বিরুদ্ধে মামলা চলতে আর কোনো বাধা থাকল না বলে জানিয়েছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী খুরশীদ আলম খান।
মামলার বিবরণ থেকে জানা যায়, দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির উত্তোলন, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণে ঠিকাদার নিয়োগে অনিয়ম এবং রাষ্ট্রের ১৬৮ কোটি ৭১ লাখ টাকা ক্ষতি ও আত্মসাৎ করার অভিযোগে ২০০৮ সালের ২৬ ফেব্রুয়ারি শাহবাগ থানায় একটি মামলা করে দুদক। একই বছরের ৫ অক্টোবর আদালতে এই মামলার অভিযোগপত্র দাখিল করে দুদক।
এরপর মামলাটি বাতিল চেয়ে হাইকোর্টে আবেদন করেন এ কে এম মোশাররফ হোসেন। শুনানি শেষে আদালত তা খারিজ করে দেন।
মামলার অন্য আসামিরা হলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, এম সাইফুর রহমান (মৃত), আবদুল মান্নান (মৃত), মতিউর রহমান নিজামী, আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ, আলতাফ হোসেন, ড. খন্দকার মোশাররফ হোসেন, এম কে আনোয়ার, এম শামসুল ইসলাম (মৃত), ব্যারিস্টার আমিনুল হক, জ্বালানি মন্ত্রণালয়ের সাবেক ভারপ্রাপ্ত সচিব নজরুল ইসলাম, বড়পুকুরিয়া কোল মাইনিং কোম্পানির সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. সিরাজুল ইসলাম, পেট্রোবাংলার সাবেক চেয়ারম্যান এস আর এসমানী, সাবেক পরিচালক মঈনুল আহসান, হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জাম হোসেন।
এর আগে ১ আগস্ট গ্যাটকো দুর্নীতি মামলার বৈধতা চ্যালেঞ্জ করে সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনের করা আবেদনও খারিজ করেছিলেন হাইকোর্ট।