ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে রাজধানীতে ট্রেনের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। আজ মঙ্গলবার দেওয়া হচ্ছে ২০ সেপ্টেম্বরের টিকেট। তবে আগাম টিকেট বিক্রির প্রথম দিনে ভোরে গিয়ে কমলাপুর স্টেশনে যাত্রীদের তেমন ভিড় পাওয়া যায়নি।urgentPhoto
সকাল ৯টায় টিকেট বিক্রি শুরু হয়। টিকেটপ্রত্যাশীরা আগের দিন থেকেই লাইনে দাঁড়ান। অনাকাঙ্ক্ষিত বিশৃঙ্খলা এড়াতে যাত্রীরা নিজ উদ্যোগে ক্রমিক নম্বর নিয়ে অবস্থান নেন। রাতে ছড়িয়ে-ছিটিয়ে থাকলেও ভোর ৫টার দিকে সবাই কাউন্টারের সামনে সারিবদ্ধ হয়ে দাঁড়ান। বেশি ভিড় না থাকায় সবারই প্রত্যাশা, কাঙ্ক্ষিত টিকেটই মিলবে তাদের।
সার্বিক পরিস্থিতি দেখতে সকালে রেলমন্ত্রী মুজিবুল হক কমলাপুর পরিদর্শন করেন। এ সময় মন্ত্রী সাংবাদিকদের বলেন, ঈদের সময় ট্রেনের শিডিউল বিপর্যয় হলে সংশ্লিষ্ট রেল কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।
মুজিবুল হক বলেন, ‘যেখানেই কালোবাজারি সেখানে প্রতিরোধ করা হবে। যেখানে অজ্ঞান পার্টি, মলম পার্টি যাত্রীদের হয়রানি করবে সেখানে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। কালোবাজারি যাতে শতভাগ নির্মূল করা হয়, সেব্যবস্থা নেওয়া হবে। কোনো অবস্থাতেই কালোবাজারি বরদাশত করব না।’