বুধবার থেকে বিআরটিসির অগ্রিম টিকেট
বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি) পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামীকাল বুধবার থেকে ঘরমুখো যাত্রীদের জন্য অগ্রিম টিকেট বিক্রি শুরু করবে।
ঢাকা মহানগরীর বিআরটিসির বিভিন্ন কাউন্টার থেকে এই টিকেট বিক্রি শুরু হবে। বিআরটিসির সংবাদ বিজ্ঞপ্তির বরাত দিয়ে আজ মঙ্গলবার এ কথা জানিয়েছে বার্তা সংস্থা বাসস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ সেপ্টেম্বর থেকে ২৭ সেপ্টেম্বর পর্যন্ত ঢাকা থেকে বিভিন্ন জেলায় ৫০০টি বাস এবং ঢাকার বাইরের জেলা থেকে ৪০০টি বাসসহ মোট ৯০০টি বাস পরিচালিত হবে।
ঈদের আগের দিন সায়েদাবাদ, মহাখালী বাস টার্মিনাল ও উথলি (গাবতলী) বাস ডিপো থেকে ৫৫টি বাস স্ট্যান্ডবাই থাকবে।