বিশ্বমানের শিক্ষাব্যবস্থা গড়ে তোলা হচ্ছে : শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, ‘গতানুগতিক শিক্ষা ব্যবস্থার পরিবর্তে নতুন শিক্ষা ব্যবস্থা গড়ে তুলা হচ্ছে, যা হবে বিশ্বমানের। শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে নানামুখী পদক্ষেপ নিয়েছি। পরীক্ষা শেষে ছয়দিনের মধ্যে ফলাফল দেওয়া হচ্ছে। এখন দেশে সাড়ে চার কোটি মানুষ ইন্টারনেট ব্যবহার করছে। সব শিক্ষাপ্রতিষ্ঠানে কম্পিউটার বাধ্যতামূলক করা হয়েছে।’
আজ রোববার সকাল ১০টায় বাংলাদেশ জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া সমিতির আয়োজনে এবং দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের ব্যবস্থাপনায় গোর-এ শহীদ ময়দানে (বড়মাঠে) ৪৪তম গ্রীষ্মকালীন স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন।
সমাপনী অনুষ্ঠানে ঢাকা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) এস এম অহায়েদুর জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো বক্তব্য দেন জাতীয় সংদের হুইপ ইকবালুর রহিম, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ আবু বক্কর সিদ্দিক, দিনাজপুরের জেলা প্রশাসক মীর খায়রুল আলম, পুলিশ সুপার রুহুল আমিন প্রমুখ।
প্রতিযোগিতায় হ্যান্ডবল, ফুটবল, কাবাডিসহ বিভিন্ন বিভাগে মোট সাতটি দল অংশ নেয়।