যশোরে বিএনপি নেতাসহ ৭৬ জন আটক
যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবুসহ ৭৬ জনকে আটক করেছে পুলিশ। গতকাল রোববার দিবাগত রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। আটকদের মধ্যে জামায়াতের পাঁচ ও শিবিরের তিনজন কর্মী রয়েছেন। বাকিরা বিভিন্ন মামলার আসামি।
গতকাল রোববার দিবাগত রাত দেড়টার দিকে বিএনপি নেতা সৈয়দ সাবেরুল হক সাবুকে উপশহরে নিজ বাড়ি থেকে আটক করা হয়।
সাবুর স্ত্রী হেলেন আফরোজা বলেন, ‘গতকাল রাত দেড়টার দিকে আটটি গাড়িতে করে বিপুলসংখ্যক পুলিশ আমাদের উপশহরের বাড়ি ঘিরে ফেলে। সব মামলায় জামিনে থাকা সত্ত্বেও তারা আমার স্বামীকে ধরে নিয়ে যায়।’
রাত সোয়া ২টার দিকে যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শিকদার আক্কাস আলী জানান, বিএনপি নেতা সাবুকে আটক করা হয়েছে। এর বেশি কিছু তিনি বলতে রাজি হননি।
এর পর পুলিশ জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান খান ও সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকনের বাড়িতে তল্লাশি চালায় বলে তাঁদের স্বজনরা জানিয়েছেন। তবে বিএনপির এ দুই নেতা বাড়িতে না থাকায় তাঁদের আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে দেলোয়ার হোসেন খোকন ফোনে এনটিভি অনলাইনকে জানান, রাত ২টার দিকে একদল পুলিশ তাঁর ধর্মতলার বাড়িতে যায়। পুলিশ তাঁর বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁকে না পেয়ে চলে যায়।
গত ৫ জানুয়ারির নির্বাচনের পর বিভিন্ন মামলায় বেশ কয়েক মাস কারাগারে ছিলেন সৈয়দ সাবেরুল হক সাবু। এর পর ঈদুল ফিতরের আগে সব মামলায়ই জামিনে বের হয়ে আসেন তিনি। অন্যদিকে, দেলোয়ার হোসেন খোকন ও মিজানুর রহমান খানও একই মামলায় জামিন পেয়ে গত ১৫ সেপ্টেম্বর যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।