দলীয় নেতা-কর্মীদের ধরপাকড়ের নিন্দা বিএনপির
বিভিন্ন পর্যায়ে কাউন্সিল ও পুনর্গঠনের আগে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় দলীয় নেতা-কর্মীদের নতুন করে ধরপাকড়ের নিন্দা জানিয়েছে বিএনপি। আজ সোমবার দলটির পক্ষ থেকে সংবাদমাধ্যমের কাছে পাঠানো এক বিবৃতিতে এই নিন্দা জানানো হয়।
বিএনপি সহ-দপ্তর সম্পাদক আসাদুল করিম শাহীন স্বাক্ষরিত দলটির মুখপাত্র ড. আসাদুজজ্জামান রিপনের বিবৃতিতে বলা হয়, লক্ষ করা যাচ্ছে বিএনপির বিভিন্ন পর্যায়ে কাউন্সিল ও পুনর্গঠনের প্রাক্কালে দেশের বিভিন্ন জেলা-উপজেলায় দলীয় নেতা-কর্মীদের নতুন করে ধরপাকড় শুরু হয়েছে। এরই অংশ হিসেবে যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেরুল হক সাবু, কিশোরগঞ্জ জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হাজি ইসরাইল মিয়া এবং কিশোরগঞ্জ সদর থানা জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক শামীম আহমেদকে গতকাল মঙ্গলবার রাতে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন জেলায় দলের ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের বাড়িতে বাড়িতে গ্রেপ্তার অভিযান চালানো হচ্ছে বলে খবর পাওয়া গেছে।
ড. আসাদুজ্জামান রিপনের বিবৃতিতে বিএনপির গ্রেপ্তারকৃতদের অবিলম্বে মুক্তি দাবি করা হয়। একই সঙ্গে নেতা-কর্মীদের হয়রানি না করতে আহ্বান জানানো হয়।
বিবৃতিতে আরো বলা হয়, সরকারবিরোধী মতকে দমন করার নীতি থেকে এখনো সরে আসেনি। বিরোধী রাজনীতির চর্চার পথকে আরো সংকুচিত করার অপপ্রয়াসকে নিন্দা জানানো হয় ওই বিবৃতিতে।