দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক
দুই বিদেশি হত্যাকাণ্ডের তদন্তের অগ্রগতি হয়েছে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। আজ মঙ্গলবার বিকেলে বিভিন্ন দেশের কূটনীতিকদের ব্রিফিংকালে তিনি এ কথা জানান।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় দুই বিদেশি নাগরিক হত্যা ঘটনার তদন্তের অগ্রগতি ও নিরাপত্তার পরিস্থিতি নিয়ে এ ব্রিফিংয়ের সময় পররাষ্ট্র মন্ত্রী এ এইচ মাহমুদ আলী, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল উপস্থিত ছিলেন।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী কূটনীতিকদের কাছে দেশের সাম্প্রতিক পরিস্থিতি তুলে ধরে বলেন, জাপানের নাগরিক হোশি কুনিও ও ইতালির নাগরিক চেসারে তাভেলা হত্যা তদন্তের অগ্রগতি হয়েছে এবং দেশের নিরাপত্তা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ বিষয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই।
সম্প্রতি দেশে পরপর দুই বিদেশি নাগরিক হত্যাকাণ্ডের ঘটনায় নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে রয়েছেন কূটনীতিকসহ বিদেশি নাগরিকরা। কয়েকটি দূতাবাস এরই মধ্যে তাদের নাগরিকদের ভ্রমণে সতর্কতা জারি করেছে। এমন পরিস্থিতিতেই এ ব্রিফিংয়ের আয়োজন করে পররাষ্ট্র মন্ত্রণালয়।
গত ২৮ সেপ্টেম্বর ঢাকার গুলশানে চেসারে তাভেলা (৫০) নামের ইতালির এক নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। তিনি গুলশানে নেদারল্যান্ডসভিত্তিক একটি প্রতিষ্ঠানের কর্মকর্তা ছিলেন। এর মাত্র কদিন পর ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার মাহীগঞ্জে জাপানের নাগরিক হোশি কুনিওকে হত্যা করে একদল দুর্বৃত্ত। দুটি হত্যাকাণ্ডের পর ইসলামিক স্টেট (আইএস) পরিচয়ে দায় স্বীকার করে বিবৃতি পাওয়া যায়।