আইএস নয়, অন্যকিছু আছে
দুই বিদেশি নাগরিককে হত্যা ঘটনায় আইএস জড়িত নয় বলে আবারও বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
আজ শুক্রবার বিকেলে রাজধানীর আগারগাঁওয়ে শ্রী কৃষ্ণাষ্টমী পুনর্মিলনী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর এসব হত্যাকাণ্ডের ঘটনায় কোনো রাজনৈতিক কারণ আছে কি না তাও খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি। এ সময় তিনি আরো জানান, ওই খুনের ঘটনার প্রকৃত রহস্য উদঘাটন করে তদন্ত প্রতিবেদন প্রকাশ করা হবে।
গত ২৯ সেপ্টেম্বর রাজধানীর কূটনীতিক জোন হিসেবে পরিচিত গুলশানে এক ইতালীয় নাগরিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এ ঘটনায় মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস) দায় স্বীকার করেছে একটি প্রতিবেদনও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়।
এ ঘটনার একদিন পরই ৩০ সেপ্টেম্বর রাজধানীতে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, ‘বাংলাদেশে আইএসের কোনো অস্তিত্ব নেই। তাই ইতালির নাগরিক হত্যাকাণ্ডের সঙ্গে আইএস জড়িত নয়, এ ব্যাপারে আমরা নিশ্চিত। ইতালির রাষ্ট্রদূতও এ রকমই মনে করেন।’
ইতালির নাগরিক চেসারে তাভেলা হত্যাকাণ্ডের রেশ কাটতে না কাটতেই গত ৩ অক্টোবর রংপুরে এক জাপানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়।
এ সব ব্যাপারে আজ স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেন, ‘জাপানি নাগরিক অত্যন্ত একজন ভদ্রলোক। তিনি আবার মুসলমানও হয়েছেন। নামাজ পড়তেন। তাঁকে কেন আইএস মারবে- এটা আমার জিজ্ঞাস্য। যিনি পল্লীবান্ধব ও বাংলাদেশবান্ধব, তাঁকে কেন আইএস মারবে? আর এই যে ইতালিয়ান ভদ্রলোক, তাঁর যে এনজিও, আমরা শুনেছি এবং পরীক্ষা করে দেখছি, ইসরাইলের অত্যাচারে যারা অতিষ্ঠ তাদের খাদ্যসহায়তার জন্য এই এনজিওটি কাজ করত। তাদেরকে আইএস মারবে কেন?’
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, ‘কাজেই আইএস এখানে জড়িত নয়। এখানে অন্য কিছু আছে, সেটাই আমরা বের করছি।’