পেলে উন্মাদনায় ভাসছে কলকাতা
৩৮ বছর পর আবার কলকাতার মাটিতে পা রেখেছেন সর্বকালের অন্যতম সেরা ফুটবলার পেলে। ১৯৭৭ সালের পর দ্বিতীয়বারের মতো তিনদিনের সফরে কলকাতায় এসেছেন এই ব্রাজিলিয়ান কিংবদন্তি। পেলেকে ঘিরে এখন উন্মাদনার জোয়ারে ভাসছে কলকাতা। মোহনবাগান থেকে শুরু করে বিভিন্ন ক্লাবের খেলোয়াড়রা পেলেকে ঘিরে কার্যত মেতে উঠেছেন উৎসবের উন্মাদনায়।
রোববার ভারতীয় সময় সকাল ৮টা নাগাদ কলকাতার নেতাজি সুভাষচন্দ্র আন্তর্জাতিক বিমান বন্দরে নামেন এই কিংবদন্তি ফুটবলার। বিমানবন্দরে ফুটবল বিশ্বের এই সম্রাটকে বরণ করার জন্য হাজির হয়ে যান পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিমসহ (ববি) রাজ্যের শীর্ষস্থানীয় ফুটবল কর্তারা। প্রায় চার দশক পর পেলের কলকাতা আগমন ঘিরে এদিন সকাল থেকেই ভিড় শুরু হয় বিমানবন্দর চত্বরে। ভক্তরা তাঁকে এক ঝলক দেখার জন্য সাত-সকালেই বিমানবন্দরের বাইরে এসে ভিড় জমান। ভিড় জমায় খুদে খেলোয়াড়দের একটি অংশও। সেই সঙ্গে স্থানীয় স্কুল-কলেজের ছাত্রছাত্রীদেরও দেখা যায় বিমানবন্দরে পেলেকে এক ঝলক দেখার জন্য অপেক্ষা করতে।
পেলের নিরাপত্তার কথা মাথায় রেখে আয়োজকরা বিমান থেকে নামার পরই তাঁর জন্য বিশেষ গাড়ির ব্যবস্থা করে। ওই গাড়িতে করেই পেলেকে বিমানবন্দর থেকে প্রধান গেটে নিয়ে এসে সেখান থেকে অন্য গাড়িতে করে হোটেলে নিয়ে যাওয়ার বন্দ্যোবস্ত করা হয়েছিল। কিন্ত ভক্তদের কথা ভেবে পেলে বিমান থেকে নেমে সটান হেঁটে টারমিনাল পার হন। সেই সময় উপস্থিত দর্শকদের উদ্দেশে হাত নাড়েন তিনি। তারপর গাড়িতে উঠে যান।
জানা গেছে, রবিবার সারা দিন বিশ্রামের পর সোমবার কলকাতায় বেশ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন কিংবদন্তি এই ফুটবলার। সোমবার সকাল সাড়ে ১১টায় কলকাতার তাজ বেঙ্গল হোটেলে সাংবাদিক বৈঠক করবেন তিনি। এরপর অ্যাটলেটিকো দ্য কলকাতার কর্নধারদের সঙ্গে দেখা করবেন। বিকেল ৫টায় দেখা করবেন কলকাতার টালিগঞ্জের ‘এনএসএইচএম’ ক্য্যাম্পাসের ছাত্রছাত্রীদের সঙ্গে। এরপর মূল প্রোগ্রাম হবে কলকাতার নেতাজি ইনডোর স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায়। সেখানে একই মঞ্চে থাকবেন পেলে ও সৌরভ। একটি ‘চ্যাট শো’-তে পেলের সঙ্গে থাকবেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভিডিও কনফারেন্সের মাধ্যমে ওই চ্যাট শো’-তে অংশ নেবেন টেনিস খেলোয়াড় রাফায়েল নাদাল।
এরপর তিনি সৌরভের সঙ্গে কলকাতার একটি পুজোর উদ্বোধনে যেতে পারেন। মঙ্গলবার দুপুরে আতলেতিকো দি কলকাতার ফুটবলারদের সঙ্গে লাঞ্চ করবেন পেলে। সন্ধ্যায় তাঁদের একটি ফুটবল ম্যাচ দেখতে উপস্থিত হবেন কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে।
বুধবার কলকাতা থেকে সুব্রত কাপের ম্যাচ দেখার জন্য দিল্লির উদ্দেশে রওনা দেবেন ফুটবল সম্রাট। পেলের নিরাপত্তা ব্যাবস্থায় ইতিমধ্যেই কালঘাম ছুটছে কলকাতা পুলিশের। তিনি যেখানে যেখানে যাবেন ইতিমধ্যেই সেই সব জায়গার নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করা হয়েছে। অন্যদিকে, পেলের নিরাপত্তায় তাঁর সঙ্গে এসেছেন তিনজন নিরাপত্তারক্ষী এবং ১০ জন বাউন্সার।