নীলনকশার বাস্তবায়ন দেখছেন হান্নান শাহ
সরকার নিজেদের নীলনকশা বাস্তবায়ন করতেই দলীয় মনোনয়ন ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচন করার পদক্ষেপ নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আ স ম হান্নান শাহ। বিষয়টি নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে সরকারের আলোচনা না করার সমালোচনাও করেন তিনি।
আজ মঙ্গলবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে অধ্যাপক ড. পিয়াস করিমের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্বাধীনতা ফোরাম আয়োজিত এক অনুষ্ঠানে বিএনপির এ নেতা এসব কথা বলেন।
হান্নান শাহ বলেন, এখন শেষ (লাস্ট) পেরেক ঢুকে দিচ্ছেন স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠান জনপ্রতিনিধিদের দ্বারা নির্বাচিত ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদে দলীয় প্রতীকে নির্বাচনের মধ্য দিয়ে। ওনারা (সরকার) মন্ত্রিসভায় এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন।
‘জাতীয় পর্যায়ে অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনার প্রয়োজন ওনারা বোধ করেন নাই। কারণ ওনাদের যে নীলনকশা সেটি বাস্তবায়ন করতে গেলে এমনটি করতে হবে।’
এ সময় হান্নান শাহ এ জাতীয় ইস্যুকে জাতির সামনে নিয়ে আসার জন্য গণভোটের আয়োজন করার জন্যও সরকারের প্রতি আহ্বান জানান।
সভায় রাষ্ট্রবিজ্ঞানী ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এমাজউদ্দীন আহমদ সরকারের দলীয় প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সমালোচনা করে বলেন, ‘বর্তমান সরকারের আমলে মানুষ গণতান্ত্রিক অধিকারসহ অনেক কিছুই হারিয়েছে। গ্রামাঞ্চল এখনো যে শান্তিপূর্ণ অবস্থায় রয়েছেন, সেটিকে হয়তো তাঁরা (সরকার) বিনষ্ট না করে ছাড়বেন না। যাঁরা এ সিদ্ধান্ত গ্রহণ করেছেন, তাঁদের মধ্যে কি এমন কেউ নেই, যাঁরা সংসদীয় ব্যবস্থা ও রাষ্ট্রপতিশাসিত ব্যবস্থা সম্পর্কে জ্ঞাত না। এটা ভেবে আমি খুব অবাক হই। এটা হয় কী করে।’
সভা থেকে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে সরকার পতনের আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।