এমপি লিটনের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ
গাইবান্ধার আলোচিত সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরের দিকে প্রশাসকের কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের সময় পুলিশ লাঠিপেটা, রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে অন্তত ৩০ জন আহত হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটনকে দুপুর পৌনে ১২টার দিকে আদালতে হাজির করে পুলিশ। এ সময় তাঁর সমর্থকরা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিক্ষোভ মিছিলের চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করে মিছিল বের করলে পুলিশ লাঠিপেটা করে। একপর্যায়ে রাবার বুলেট ও টিয়ার গ্যাসের শেল নিক্ষেপ করে পুলিশ। এতে মিছিলটি ছত্রভঙ্গ হয়ে যায়।
এ বিষয়ে গাইবান্ধা পুলিশ সুপার (এসপি) আশরাফুল ইসলাম এনটিভি অনলাইনকে জানান, লিটনের সমর্থকরা মিছিল করছিল। এ সময় পুলিশ বাধা দিলে তারা তা না মেনে মিছিল চালিয়ে যায়। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।
আহত ব্যক্তিরা স্থানীয় বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরে গেছে।
এর আগে এমপি লিটনের জামিন ও রিমান্ড আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম ময়নুল হাসান ইউসুফ।
সকাল সাড়ে ৬টায় ঢাকা থেকে গাইবান্ধার ডিবি কার্যালয়ে নেওয়া হয় এমপি লিটনকে।