বিএনপির আন্দোলন ব্যর্থ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য : হান্নান শাহ
বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আ স ম হান্নান শাহ বলেছেন, বিএনপি গণতান্ত্রিক দল। তারা আন্দোলন-সংগ্রাম করে যাচ্ছে ব্যর্থ গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য।
আজ শনিবার দুপুরে গাজীপুরের কাপাসিয়া উপজেলার সন্মানিয়া ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে হান্নান শাহ এসব কথা বলেন।
হান্নান শাহ বলেন, আওয়ামী লীগ বাকশালে বিশ্বাসী। তারা গণতন্ত্রকে কবর দিয়ে দেশকে বাকশালে পরিণত করতে চায়। তিনি আরো বলেন, সরকারকে গালি দিয়ে লাভ নেই বিএনপির মূল কাজ হবে তৃণমূলে দলকে পুনর্গঠন করা। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ডাকে বর্তমানে সারা দেশে দল পুনর্গঠনের কাজ চলছে। কিন্তু সরকার বিএনপিকে এতটাই ভয় করে যে দেশের অনেক জায়গায় ঘরোয়াভাবে দলের কমিটি গঠনেও পুলিশি বাধার মুখে পড়তে হয়।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, সৎ-যোগ্য নেতৃত্ব সৃষ্টি করতে পারলেই দেশ-জাতির কল্যাণ হবে। ত্যাগী, যোগ্য ও মেধাবী নেতৃত্বের খুবই অভাব। খুব নিকটতম সময়ের মধ্যে জাতীয় সংসদের আগাম নির্বাচনের জন্য তিনি দলীয় নেতা-কর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।
হান্নান শাহ জানান, বিএনপি স্থানীয় সরকারের দলীয় প্রতীকে নির্বাচনে অংশ নেবে কি না তা এখনো ঠিক হয়নি। তারপরও যদি পরিবেশ অনুকূলে থাকে, তাহলে দল নির্বাচনে অংশ নেবে। তাই দলের নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে বলেন তিনি।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ বলেন, বর্তমানে লন্ডনে অবস্থানরত দেশনেত্রী বেগম খালেদা জিয়া আল্লাহর রহমতে আগের চেয়ে অনেকটা সুস্থ। অচিরেই তিনি পুরোপুরি সুস্থ হয়ে দেশে ফিরবেন।
কাপাসিয়া উপজেলা বিএনপির সভাপতি ও ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খলিলুর রহমানের সভাপতিত্বে কাপাসিয়ার সাফাইশ্রীতে দলের অস্থায়ী কার্যালয়ে ওই সম্মেলন হয়। সম্মেলনে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কাপাসিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার আজিজুর রহমান পেরা, হান্নান শাহর ছেলে শাহ্ রিয়াজুল হান্নান, আবদুল করিম বেপারী, সাখাওয়াত হোসেন সেলিম প্রমুখ।
সম্মেলনের কাউন্সিল পর্বে গোপন ব্যালটের মাধ্যমে মইনুল হক সারোয়ার সভাপতি, তৌহিদুজ্জামান তপন সাধারণ সম্পাদক ও জয়নাল আবেদীন সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হন।