ইসিতেও মনোনয়ন টিকল না কাদের সিদ্দিকীর
নির্বাচন কমিশনে (ইসি) করা কৃষক-শ্রমিক-জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী ও তাঁর স্ত্রী নাসরীন কাদের সিদ্দিকীর আপিল নামঞ্জুর করেছে কমিশন। একই সঙ্গে রিটার্নিং কর্মকর্তার আদেশ বহাল রেখেছে নির্বাচন কমিশন।
টাঙ্গাইল-৪ উপনির্বাচনে মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনে আপিল করেছিলেন কাদের সিদ্দিকী ও নাসরিন কাদের সিদ্দিকী। নির্বাচন কমিশন সচিবালয়ের উপসচিব (আইন) মো. মহসিনুল হক জানিয়েছেন, আজ রোববার শুনানির পর উভয়ের আপিল নামঞ্জুর করে রিটার্নিং কর্মকর্তার রায় বহাল রাখা হয়।
নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে বেলা ১১টা থেকে ১২টা ২০ পর্যন্ত কাদের সিদ্দিকী ও নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিলের বিরুদ্ধে করা আপিলের শুনানি অনুষ্ঠিত হয়।
শুনানির সময় ছিলেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ, নির্বাচন কমিশনার আবদুল মোবারক, আবু হাফিজ, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) জাবেদ আলী ও মো. শাহনেওয়াজ, নির্বাচন কমিশনের সচিব সিরাজুল ইসলাম, কমিশনের অতিরিক্ত সচিব মোখলেসুর রহমান।
রায় শোনার পর কৃষক-শ্রমিক-জনতা লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইকবাল সিদ্দিকী সাংবাদিকদের বলেন, ‘আমরা পরবর্তী পদক্ষেপে যাব। বিষয়টি নিয়ে আমরা উচ্চ আদালতে যাব। আমরা এর শেষ পর্যন্ত দেখতে চাই।’
ঋণখেলাপের অভিযোগে গত ১৩ অক্টোবর কাদের সিদ্দিকী ও তাঁর স্ত্রী নাসরিন কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করেন রিটার্নিং কর্মকর্তা।