‘পশ্চিমবঙ্গের লেখক-সাহিত্যিকরা ধান্দাবাজ’
ভারতের পশ্চিমবঙ্গের লেখক-সাহিত্যিকদের ধান্দাবাজ বলে কটাক্ষ করেছেন বাংলাদেশের লেখিকা তসলিমা নাসরিন। দাদরি হত্যা, সুধীন্দ্র কুলকার্নির মুখে কালী লেপাসহ পরপর কয়েকটি বিতর্কিত ঘটনার পরিপ্রেক্ষিতেই তসলিমা মন্তব্য করেন। গতকাল রোববার নিজের টুইটার অ্যাকাউন্টে তসলিমা বলেছেন, ‘পশ্চিম বাংলার অধিকাংশ লেখক-সাহিত্যিক হলেন ধান্দাবাজ।’ তাঁদের মধ্যে দ্বিচারিতা প্রবল বলেও উল্লেখ করেছেন তসলিমা।
বরাবরের সোজাসাপ্টা ভাষায় কথা বলতে অভ্যস্ত এই লেখিকা পশ্চিমবঙ্গের লেখক-সাহিত্যিকদের রাজনৈতিক অবস্থানকেই লক্ষ্য করে তাঁদের ধান্দাবাজ বলে সম্বোধন করলেন। আর এই অভিযোগ প্রমাণ করতে তিনি লিখেছেন, তপন রায় চৌধুরীর মতো লেখক কলকাতা থেকে দিল্লি ছুটে গিয়ে তাঁকে ভারত ছেড়ে চলে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন।
প্রয়াত সুনীল গঙ্গোপাধ্যায়ের নাম উল্লেখ করেও বিষোদগার করেছেন তসলিমা। টুইটারে তিনি লেখেন, ‘সুনীল পশ্চিমবঙ্গে আমার বই নিষিদ্ধ করতে তৎকালীন মুখ্যমন্ত্রীকে পরামর্শ দিয়েছিলেন।’
লেখক-সাহিত্যিকদের রাজনৈতিক ‘দ্বিচারিতার’ কথা উল্লেখ করে তিনি লিখেছেন, ‘অধিকাংশ বাঙালি সাহিত্যিক ছিলেন সিপিআইএমের সমর্থক, এখন তাঁরা টিএমসিকে সমর্থন করছেন। শুধুমাত্র নিজেদের স্বার্থসিদ্ধির জন্য এঁরা দলবদল করেন।’
কয়েকদিন আগে তসলিমা ভারতকে ‘ছদ্ম ধর্মনিরপেক্ষ’ বলে আক্রমণ করেছিলেন। সাম্প্রতিককালে ভারতের মাটিতে দাদরি কাণ্ড, সুধীন্দ্র কুলকার্নির মুখে কালি লেপে দেওয়া, পাকিস্তানি গায়ক গুলাম আলীর কনসার্ট বাতিলসহ নানা বিতর্কিত ঘটনার পরিপ্রেক্ষিতে তসলিমা ওই মন্তব্য করেছিলেন।