বিএনপি নেতাসহ ২ জনের জামিন নামঞ্জুর
রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যা মামলার আসামি বিএনপি নেতা রাশেদ উন নবী বিপ্লব ও নিহতের ব্যবসায়িক অংশীদার হুমায়ুন কবীর হীরার জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছে।
আজ সোমবার ওই দুই আসামির আইনজীবীরা জামিনের আবেদন করলে রংপুরের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আবু তালেব তাঁদের জামিনের আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
গত ৩ অক্টোবর পুলিশের হাতে আটক বিপ্লব ও হীরাকে প্রথমে ১০ দিন করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। দ্বিতীয় দফায় হীরাকে আরো পাঁচদিনের দিনের রিমান্ডে নেওয়া হয়। হীরার ১৫ দিনের রিমান্ডের মেয়াদ গতকাল শেষ হয়েছে।
গত ৩ অক্টোবর রংপুরের কাউনিয়া উপজেলার আলুটারী গ্রামে নিজের কৃষি খামার দেখতে যাওয়ার সময় দুর্বৃত্তদের গুলিতে নিহত হন জাপানি নাগরিক হোশি কুনিও।
গত ১৩ অক্টোবর ভোরে হোশি কুনিওকে রংপুর নগরীর মুন্সীপাড়া গোরস্তানে দাফন করা হয়। এ হত্যাকাণ্ডের ঘটনায় করা মামলায় হীরার স্ত্রী সুলতানা, রিকশাচালক মোন্নাফ, আলুটারী গ্রামের মুরাদ, হীরার ছোট ভাই তিতাস, হোশি কুনিও যে বাসায় ভাড়া থাকতেন সে বাসার মালিক জাকারিয়া বালাসহ আটক ছয়জনকে এখনো আদালতে সোপর্দ করা হয়নি। সুলতানাকে ১২ অক্টোবর ও অন্যদের ৩ অক্টোবর আটক করে পুলিশ।