সজল ‘নজরবন্দি’
ঢাকার অদূরে নারায়ণগঞ্জের রূপগঞ্জ এলাকায় শুক্রবার শুটিং শেষ হয়েছে ‘নজরবন্দি’ শিরোনামে একটি নাটকের। আহমেদ তাওকীরের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সরদার রোকন। আর এই নাটকে অভিনয় করেছেন অভিনেতা আবদুন নূর সজল।
এক বিজ্ঞপ্তিতে নাটকের গল্প প্রসঙ্গে নির্মাতা বলেন, চারপাশে ঘটে যাওয়া ধর্ষণ, হত্যাকাণ্ড নিয়ে প্রতি মুহূর্তে সবাই আতঙ্কে থাকে। পরিবারে কোনো ছেলেমেয়েকে কিছুক্ষণের জন্য দেখতে না পেলেই সেই ভয় তীব্রতর হয়ে ওঠে। সেখানে নিয়ামুল নামের একজন সবাইকে সচেতন করে তুলতে নানা কর্মকাণ্ড শুরু করে। এ রকমই এক গল্পে নাটকটি নির্মিত হয়েছে, যেখানে একটা বার্তা রয়েছে।
নাটক প্রসঙ্গে সজল বলেন, ‘আমাদের দেশেই না শুধু, সবখানেই যে হারে ধর্ষণ বেড়েছে, তা নিয়ে আসলে সবারই প্রতিবাদ জানানো উচিত। সবার অনেক সচেতন হওয়া উচিত। এ কাজটির মাধ্যমে সবাইকে একটা বার্তা পৌঁছাতে চেয়েছি।’
নির্মাতা সূত্রে জানা গেছে, আগামী ২৭ ডিসেম্বর বৈশাখী টেলিভিশনের বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ এ নাটকটি প্রচার হবে। এখানে সজল ছাড়াও অভিনয় করেছেন মিতু, শিল্পী সরকার অপু, জিদান সরকার, শাহেদ খন্দকার, শাহ আলম প্রমুখ।