অষ্টমী তিথিতে কুমারী পূজা
সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাষ্টমী আজ। প্রতিবারের মতো এবারও অষ্টমী তিথিতে রামকৃষ্ণ মিশনগুলোতে অনুষ্ঠিত হয়েছে কুমারী পূজা। কুমারী পূজা মাতৃভাবে ঈশ্বরের আরাধনা বলে মনে করেন হিন্দুধর্মাবলম্বীরা। তাই কুমারী মেয়েকে জীবন্ত প্রতিমা করে শ্রদ্ধা নিবেদন করেন তাঁরা।
মূলত এক থেকে ১৬ বছরের অজাতপুষ্প সুলক্ষ্মণা ব্রাক্ষ্মণ অবিবাহিত কন্যা বা অন্য গোত্রের কন্যাকে কুমারী বানিয়ে ভিন্ন ভিন্ন নাম দিয়ে পূজা করা হয়।
এ বছর ঢাকার রামকৃষ্ণ মিশনে ছয় বছরের প্রণীতা উষ্ণ বন্দ্যোপাধ্যায়কে মালিনী নামকরণ করে পূজা করেন পূজারিরা। সকালে ঢাক, ঝাঁঝরের বাজনা আর উলুধ্বনির মধ্য দিয়ে অষ্টমী তিথিতে মঞ্চে অধিষ্ঠিত করা হয় কুমারী মা মালতীকে।
ঢাকার রামকৃষ্ণ মিশনের পূজারি স্বামী ধ্রুবেশানন্দ বলেন, ‘কুমারী পূজা যেকোনো দিনই করা যায়। কিন্তু এ নবরাত্রিতে, নয়টি শুভদিন মানা হয় আমাদের সনাতন ধর্মে, মহালয়া থেকে নবমী অব্দি, সেই জন্য এ নয়দিনব্যাপী দেবীর পূজা হয়।’
কুমারী পূজার পর অষ্টমী বিহীত পূজা আর সন্ধিপূজার মাধ্যমে দুর্গার কাছে দুর্যোগ মুক্তির প্রার্থনা করেন ভক্তরা।
বিস্তারিত দেখুন ভিডিও প্রতিবেদনে :