বঙ্গবন্ধুর ভাস্কর্যে আঁচড় দেওয়া মানে আমাদের বুকে লাথি মারা : আইনমন্ত্রী
আইনমন্ত্রী আনিসুল হক এমপি বলেন, দেশবাসী দেখতে পারছে বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে তারা কী খেলার চেষ্টা করছে। বঙ্গবন্ধুর ভাস্কর্যে চুল পরিমাণ আঁচড় দেওয়া মানে আমাদের বুকে লাথি মারা। আমরা এটা সহ্য করব না।
আজ বুধবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা প্রশাসন আয়োজিত বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠানে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তৃতায় আনিসুল হক এ কথা বলেন।
ভাস্কর্য নিয়ে ষড়যন্ত্রকারীদের উদ্দেশে আইনমন্ত্রী বলেন, দেশের জনগণ শান্তিপ্রিয়। আমরা ধৈর্য ধরব। এসব ষড়যন্ত্র, অপকর্ম ও ধ্বংসলীলা বন্ধ করেন। তা না হলে আইন কিন্তু তাঁর নিজস্ব গতিতেই চলবে এবং তখন আপনাদের কেউ ক্ষমা করবে না। এটা হচ্ছে জনগণের বক্তব্য।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদ উল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট রাশেদুল কাওসার ভুইয়া জীবন। অনুষ্ঠানে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।