ঢাকা বারের লিফট ছিঁড়ে পড়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তারে পরোয়ানা
ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) লিফট ছিঁড়ে পড়ার ঘটনায় লিড আর্কিটেক্সের ব্যবস্থাপনা পরিচালকসহ (এমডি) ছয়জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
আজ বৃহস্পতিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মামুনুর রশীদ এই আদেশ দেন।
গ্রেপ্তারি পরোয়ানা দেওয়া আসামিরা হলেন- লিফট সরবরাহকারি ঠিকাদারি প্রতিষ্ঠান লিড আর্কিটেক্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জাকিউল ইসলাম, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) প্রকৌশলী এ আর আরিফ, ফরচুন ইঞ্জিনিয়ারিংয়ের প্রোপেইটার প্রকৌশলী এইচ এম আফজাল হোসেন, সিটি ইন্টার ডিউসি অ্যান্ড কনস্ট্রাকশনের পার্টনার মো. আ. জলিল, মোতালেব এবং স্মার্ট পাওয়ার অ্যান্ড টেকনোলজির প্রধান নির্বাহী কর্মকর্তা প্রকৌশলী এম এ কবির সুমন।
আরজিতে বলা হয়েছে, ২০১৯ সালের ২৯ জুলাই ঢাকা আইনজীবী সমিতির (ঢাকা বার) তৎকালীন সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচির সঙ্গে স্বাক্ষরিত চুক্তি অনুযায়ী লিফট স্থাপন ও কনস্ট্রাকশনের কাজ পায় লিড আর্কিটেক্স লিমিটেড। চুক্তি অনুযায়ী গোল্ড স্টার কোম্পানি ব্র্যান্ডের ৮০০ কেজির ১০ জন ধারণসম্পন্ন লিফট দেওয়ার কথা ছিল। কিন্তু মানসম্মত লিফট না দেওয়ায় গত ১৫ ডিসেম্বর বিকেল সাড়ে ৩টায় সেই লিফট ষষ্ঠতলা থেকে ছিঁড়ে পড়ে যায়। এতে লিফটে থাকা যাত্রীরা আধঘণ্টা আটকা অবস্থায় ছিলেন।
এ ঘটনায় কয়েকজন আইনজীবী গুরুতর আঘাতপ্রাপ্ত হন। আহতদের প্রথমে শহীদ মুক্তিযোদ্ধা আইনজীবী ক্লিনিক ও পরে ন্যাশনাল মেডিক্যাল হাসপাতালে স্থানান্তর করা হয়। তাঁরা এখনো সেখানে চিকিৎসাধীন।
আরজিতে আরো বলা হয়, এই লিফট স্থাপনে মোট ৩৪ লাখ ৮০ হাজার টাকা খরচ করা হয়। আসামিরা বিপুল অঙ্কের টাকা নিয়েও মানসম্মত লিফট দেননি। এই কারণে আসামিদের বিরুদ্ধে জখম, হত্যাচেষ্টা, প্রতারণার অভিযোগ আনা হয়েছে।