শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ল ১৬ জানুয়ারি পর্যন্ত
বিশ্বব্যাপী নভেল করোনাভাইরাসের মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের (কওমি মাদ্রাসা ছাড়া) চলমান ছুটি আগামী ১৬ জানুয়ারি পর্যন্ত বাড়ানো হয়েছে।
আজ শুক্রবার শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
এর আগে করোনা মহামারির কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের চলমান ছুটি আগামীকাল ১৯ ডিসেম্বর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল।
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সম্প্রতি অনুষ্ঠিত এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বলেছেন, করোনা সংক্রমণের ঝুঁকি এড়াতে গত মার্চ মাস থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রয়েছে। নতুন বছরে বিকল্প উপায়ে শিক্ষার্থীদের হাতে বই পৌঁছে দেওয়া হবে।
শিক্ষামন্ত্রী আরো বলেন, ‘যেহেতু শীতে করোনার সেকেন্ড ওয়েভ আসার আশঙ্কা রয়েছে, তাই স্কুল খোলার আগে বিষয়টি ভালোভাবে পর্যালোচনা করা দরকার। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের আরো ভালোভাবে চিন্তা করতে হবে।’
দেশে করোনা রোগী শনাক্তের পর গত ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে দফায় দফায় ছুটি বাড়ানো হয়। এবার সে ছুটি বাড়ল ২০২১ সালের ১৬ জানুয়ারি পর্যন্ত।