জয়পুরহাটে বাস-ট্রেন সংঘর্ষে নিহত বেড়ে ১২
জয়পুরহাটের পুরানাপৈল রেলগেটে বাস-ট্রেন সংঘর্ষে ১২ জন নিহত হয়েছে। এ দুর্ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। আজ শনিবার ভোর ৬টায় এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে ১০ জনের মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত সাতজনকে আধুনিক জেলা হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে পাঁচজনকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পথে দুজনের মৃত্যু হয়।
দুর্ঘটনার সময় রেলগেটটি খোলা ছিল এবং পুরানাপৈল রেলক্রসিংয়ের গেটম্যান ঘুমাচ্ছিলেন বলে দাবি করেন পুরানাপৈল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খোরশেদ আলম সৈকত।
ঘটনাস্থলে উপস্থিত জয়পুরহাট জেলা পুলিশ সুপার সালাম কবির বলেন, শনিবার সকালে পার্বতীপুর থেকে রাজশাহীগামী ট্রেনটি রেলক্রসিং পার হওয়ার সময় জয়পুরহাট শহর থেকে দিনাজপুরের হিলিগামী বাসের সঙ্গে সংঘর্ষ হয়।
পুলিশ জানিয়েছে, ট্রেনের ইঞ্জিনের ধাক্কায় বাসটি দুমড়েমুচড়ে যায়। ট্রেনটির ছয়টি চাকা লাইনচ্যুত হওয়ায় কিছুদূর গিয়ে সেটি থেমে যায়। ফলে সারা দেশের সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে।