আরো কিছুদিন হাসপাতালে থাকবেন রিয়াজ
আগামীকালই হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার কথা ছিল চিত্রনায়ক রিয়াজের। কিন্তু দুপুরের পর স্যালাইন খোলা হলে রক্তচাপ কমে যায় রিয়াজের। এই অবস্থায় আরো কিছুদিন রিয়াজকে হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন স্ত্রী তিনা। গত সোমবার ‘কৃষ্ণপক্ষ’ ছবির সেটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন রিয়াজ। তাঁর অস্ত্রোপচার করে হৃৎপিণ্ডের একটি ব্লকে রিং পরানো হয়। এখন তিনি পুরোপুরি শঙ্কামুক্ত। তবে আরো তিনটি ব্লকে তাঁর রিং পরাতে হবে। এমনটিই জানিয়েছিলেন চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন তালুকদার। তবে তিনটি ব্লকে রিং আপাতত না পরালেও চলবে। এক অথবা দুই মাস পর রিং লাগালেও হবে বলে জানিয়েছেন চিকিৎসক। এখন আপাতত কিছুদিন হাসপাতালে থেকে পরে বাসায় নিয়ে যাওয়ার পরামর্শ দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এমন খবরই জানালেন রিয়াজের শ্যালক ইমরান আইয়ুব।
এদিকে সকালে এনটিভি অনলাইনকে আইয়ুব বলেছিলেন, ‘রিয়াজ ভাইয়ার পাশে এখন আমি আছি। তিনি ঘুমাচ্ছেন। ডাক্তার বলেছেন, তাঁকে আমরা এখন বাসায় নিতে পারি। কোনো সমস্যা নেই। আমরা আপাতত সিদ্ধান্ত নিয়েছি, আগামীকাল ভাইয়াকে বাসায় নিয়ে যাব। এখন আমি তিনা আপুর (রিয়াজের স্ত্রী) জন্য অপেক্ষা করছি। আপু হাসপাতালে একটু পর আসবেন। আপু এলেই আমরা চূড়ান্ত সিদ্ধান্ত নেব।’ তবে দুপুরের পর এই সিদ্ধান্ত পরিবর্তন হয়। রিয়াজকে আরো কিছুদিন হাসপাতালে রাখার ব্যাপারে একমত হন পরিবারের সদস্যরা।
এদিকে, রিয়াজ পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ‘কৃষ্ণপক্ষ’ ছবির সবাই তাঁর জন্য অপেক্ষা করবেন। গণমাধ্যমে ছবির পরিচালক মেহের আফরোজ শাওন বলেন, ‘রিয়াজ ভাই পুরোপুরি সুস্থ হওয়ার পরই তাঁর অংশের শুটিং করা হবে। রিয়াজ ভাইয়ের কিছু দৃশ্য ছাড়া আমাদের মোটামুটি ছবির সব কাজ শেষ।’