ব্লাটারের বিরুদ্ধে ফিফার মামলা
সাবেক সভাপতি সেপ ব্লাটারের বিরুদ্ধে জুরিখ জাদুঘর নির্মাণের সময় আর্থিক দুর্নীতির বিষয়ে মামলা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। আজ মঙ্গলবার ফিফা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে।
স্কাই স্পোর্টসের খবরে জানা গেছে, ফুটবল জাদুঘর নির্মানের জন্য কোম্পানি নিয়োগে আর্থিক অনিয়ম ও অব্যবস্থাপনার অভিযোগে জুরিখের সেন্ট্রাল প্রসিকিউটরে এই অভিযোগ দায়ের করা হয়।
১৪০ মিলিয়ন ডলার ব্যয়ে জুরিখে নির্মিত হয়েছিল ফুটবল জাদুঘর। ২০১৬ সালে খুলে দেওয়া হয়েছিল জাদুঘরটি। ১৯৭০ সালে নির্মিত অফিস ভবন পুনর্নির্মাণ ও ভাড়ায় নেওয়া ৩৪টি অ্যাপার্টমেন্টের ক্ষেত্রেও দুর্নীতি ধরা পড়ে। পঞ্চমবার ফিফার সভাপতি নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার সময় ২০১৫ সালের মে মাসে খুলে দেওয়ার কথা ছিল এ ভবন। তবে যুক্তরাষ্ট্র ও সুইস তদন্তকারীদের চাপে তিনি পদত্যাগ করতে বাধ্য হলে বিলম্বিত হয় এসব কার্যক্রম।
১৯৯৮ সাল থেকে ফিফা প্রধানের দায়িত্বে ছিলেন ব্লাটার। পরে তাঁকে বরখাস্ত করা হয়েছিল ২০১৫ সালের অক্টোবরে। সে বছর প্রেসিডেন্ট নির্বাচনের দুই দিন আগে যুক্তরাষ্ট্রের আনা দুর্নীতির অভিযোগে ফিফার সাত কর্মকর্তাকে গ্রেপ্তার করেছিল সুইস পুলিশ।
তবে ২০১৫ সালের ২৯ মে পঞ্চমবার ফিফার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন ব্লাটার। তাঁর সময়ে ঘুষ ও দুর্নীতিতে ফিফার নাম জড়ানোয় বিশ্বজুড়ে সমালোচনার ঝড় ওঠেছিল।