দেড় মাস পূর্ণ বিশ্রাম নিতে হবে রিয়াজকে
‘আজ দুপুরের পর হাসপাতাল থেকে বাসায় ফিরবেন চিত্রনায়ক রিয়াজ। কিন্তু বাসায় ফেরার পর তাঁকে পূর্ণ বিশ্রাম নিতে হবে। দেড় মাস কোনো শুটিংয়ে অংশ নিতে পারবেন না তিনি।’ এনটিভি অনলাইনকে এমনটাই জানালেন চিকিৎসক অধ্যাপক মোহাম্মদ শাহাবুদ্দীন তালুকদার। তিনি আরো বলেন, ‘রিয়াজ পুরোপুরি এখন শঙ্কামুক্ত। তাঁর হৃৎপিণ্ডের একটি ব্লকে রিং পরানো হয়েছে। আরো বাকি তিনটি ব্লকে রিং পরানোর প্রয়োজন রয়েছে।’ তবে এসব রিং পরে লাগানো হবে বলে জানান রিয়াজের চিকিৎসক শাহাবুদ্দীন তালুকদার।
আবার কবে অস্ত্রোপচার হতে পারে, এমন প্রশ্নের জবাবে অধ্যাপক তালুকদার বলেন, ‘রিয়াজের অবস্থার উন্নতি বুঝে সিদ্ধান্ত নিব কবে বাকি রিংগুলো লাগানো যাবে। তবে এখন তাঁকে বিশ্রামে থাকতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চলতে হবে।’
গত ১২ অক্টোবর ‘কৃষ্ণপক্ষ’ ছবির সেটে হৃদরোগে আক্রান্ত হয়ে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি হন রিয়াজ। সেদিনই অস্ত্রোপচার করে হৃৎপিণ্ডের একটি ব্লকে রিং পরানো হয় তাঁর। টানা চারদিন চিকিৎসার পর গত বৃহস্পতিবার রিয়াজকে বাসায় নিয়ে যাওয়ার কথা থাকলেও শেষপযর্ন্ত তা হয়নি।কারণ দুপুরের পর রিয়াজের স্যালাইন খোলা হলে তাঁর রক্তচাপ কমতে শুরু করে। তাই অবস্থার উন্নতির জন্য আরো কিছুদিন তাঁকে হাসপাতালে রাখার সিদ্ধান্ত নেন স্ত্রী তিনা। এখন রিয়াজ বাসায় ফেরার জন্য পুরোপুরি প্রস্তুত।তাঁর শরীরের রক্তচাপ স্বাভাবিক রয়েছে। তাই আজই বাসায় ফিরবেন তিনি।
এদিকে, রিয়াজ পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত ‘কৃষ্ণপক্ষ’ ছবির বাকি শুটিং বন্ধ থাকবে বলে জানিয়েছেন ছবির পরিচালক মেহের আফরোজ শাওন। তিনি বলেন, ‘রিয়াজ ভাই পুরোপুরি সুস্থ হওয়ার পরই তাঁর অংশের শুটিং করা হবে। রিয়াজ ভাইয়ের কিছু দৃশ্য ছাড়া আমাদের ছবির সব কাজ মোটামুটি শেষ।’