হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি বিএনপির
তাজিয়া মিছিলে বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। এ ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছে দলটি।
আজ শনিবার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সেই সঙ্গে বিএনপিকে নির্মূল করার সুদূরপ্রসারী ষড়যন্ত্রের অংশ হিসেবে বিভিন্ন হত্যাকাণ্ডের সঙ্গে নেতাদের জড়ানো হচ্ছে বলেও অভিযোগ করা হয় দলটির পক্ষ থেকে।
এ সময় তাজিয়া মিছিলে বোমা হামলার ঘটনায় দেশের মানুষ হতবাক হয়েছে জানিয়ে এ বিএনপি নেতা বলেন, ‘আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। নিরপেক্ষ সুষ্ঠু তদন্ত করে, দুষ্কৃতকারীরা, যারা এ ঘটনা ঘটিয়েছে তাদের বিচাররের আওতায় আনতে হবে।’
মির্জা ফখরুল অভিযোগ করেন- ‘সরকার একদিকে দাবি করছে দেশে জঙ্গি নেই, আবার অন্যদিকে বিএনপির সঙ্গে জঙ্গি সম্পৃক্ততা আছে বলে বক্তব্য দিচ্ছে।’ তিনি বলেন, ‘বিএনপি একটি উদারপন্থী গণতান্ত্রিক দল। জন্মলগ্ন থেকেই দলটি নানারকম ষড়যন্ত্র মোকাবিলা করে আসছে।’
মির্জা ফখরুল বলেন, ‘বিদেশি হত্যাকাণ্ডের সঙ্গে যখন বিএনপিকে চিহ্নিত করা হয়... কিছুদিন আগে পুলিশ হত্যা করা হয়, সে ঘটনায় বগুড়া থেকে বিএনপির লোকদের গ্রেপ্তার করা হয়েছে। এ বিষয়গুলোতে অত্যন্ত সুদূরপ্রসারী একটি চক্রান্ত। যে চক্রান্তের মূল উদ্দেশ্য বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে নিশ্চিহ্ন করে দেওয়া।’
এ ছাড়া দলের পক্ষ থেকে ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ৫ থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী কর্মসূচির ঘোষণা দেওয়া হয় সংবাদ সম্মেলনে। এ ছাড়া আগামী ৭ নভেম্বরের আগেই খালেদা জিয়া দেশে ফিরতে পারেন বলেও জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব।