অনেকদিন পর মাহমুদউল্লাহর শতক
বিশ্বকাপে অসাধারণ সাফল্য পেয়েছিলেন তিনি। দুটি শতক করে বাংলাদেশের দারুণ কিছু অর্জনের পেছনে অন্যতম ভূমিকা রেখেছিলেন মাহমুদউল্লাহ। অবশ্য এরপর তাঁর ব্যাট খুব একটা হাসেনি। দীর্ঘদিন পর হলেও শতকের দেখা পেলেন তিনি। জাতীয় ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের প্রথম ইনিংসে তাঁর শতকের ওপর ভর করে টাকা মেট্রো প্রথমদিনেই বড় সংগ্রহ গড়েছে।
শনিবার ফতুল্লার খানসাহেব ওসমান আলী স্টেডিয়ামে মাহমুদউল্লাহর হার না মানা এবং উদ্বোধনী ব্যাটসম্যান শামসুর রহমান শুভর দারুণ একটি শতকে প্রথম দিন শেষে প্রথম ইনিংসে ঢাকা মেট্রো পাঁচ উইকেট হারিয়ে ৩৪০ রান করে।
মাহমুদউল্লাহ ২১৯ বলে ১২৯ রান করে শেষ পর্যন্ত অপরাজিত থাকেন। তাঁর এই ইনিংসে ১৪টি চারের মার ছিল। আর শুভ ১৬৭ বলে ১৪৪ রান করেন ১৮টি চার ও পাঁচটি ছক্কার সাহায্যে।
মেহেদী হাসান মিরাজ ৭৯ ও আব্দুর রাজ্জাক ৮৭ রানে দুটি করে উইকেট নিয়েও ঢাকার বড় ইনিংসের পথে খুব একটা বাধা হতে পারেননি। পেসার রবিউল ইসলাম ৫৬ রানে এক উইকেট পান।