শিয়াদের ওপর বোমা হামলায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা
রাজধানীতে শিয়া সম্প্রদায়ের তাজিয়া মিছিলের প্রস্তুতিকালে বোমা হামলার ঘটনায় চকবাজার থানায় সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করা হয়েছে। আজ রোববার থানার উপপরিদর্শক (এসআই) জালাল বাদী হয়ে মামলাটি করেন।
চকবাজার থানার কর্তব্যরত কর্মকর্তা এসআই অঞ্জন সরকার এনটিভি অনলাইনকে জানান, আজ সকাল সাড়ে ৮টায় করা এ মামলায় অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করা হয়েছে। এখন পর্যন্ত মামলার তদন্ত কর্মকর্তা নির্ধারণ করা হয়নি। তবে শিগগিরই নির্ধারণ হয়ে যাবে বলেও জানান তিনি।
গতকাল শনিবার ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক হামলার ঘটনাটি স্বাধীনতাবিরোধী চক্র করতে পারে বলে আভাস দেন।
মহররমের রাতে, অর্থাৎ শুক্রবার দিবাগত রাতে হোসেনী দালানের ফটকের সামনে পরপর তিনটি বোমা বিস্ফোরিত হয়। এ ছাড়া দুটি বোমা অবিস্ফোরিত থেকে যায়। বোমা হামলায় একজন নিহত ও আহত হন শতাধিক।
কারবালার প্রান্তরে হজরত মুহাম্মদ (সা.)-এর দৌহিত্র ইমাম হোসাইন (রা.)-এর শহীদ হওয়ার দিনটিকে স্মরণ করতেই শিয়া সম্প্রদায়ের মানুষ ১০ মহররম তাজিয়া মিছিল বের করে। ‘তাজিয়া’ শব্দের অর্থও শোক বা সমবেদনা।