রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা আরো জোরদার হবে : স্বরাষ্ট্রমন্ত্রী
রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তা আরো জোরদার করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, ‘রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সব ধরনের চেষ্টা চালিয়ে যাচ্ছে সরকার।’ আজ বুধবার সকালে সচিবালয়ে বলপ্রয়োগে বাস্তুচ্যুত মিয়ানমারের নাগরিকদের সমন্বয়, ব্যবস্থাপনা ও আইনশৃঙ্খলা সম্পর্কিত জাতীয় নিরাপত্তা কমিটির বৈঠক শেষে ব্রিফিংয়ে একথা বলেন তিনি।
বৈঠকে জানানো হয়, রোহিঙ্গা ক্যাম্পের নিরাপত্তার মূল দায়িত্বে থাকবে পুলিশ। প্রয়োজনে র্যাব, বিজিবি ও সেনাবাহিনী সহায়তা করবে। ক্যাম্পের চারিদিকে সেনাবাহিনী যে বেড়া নির্মাণ করছে তার কাজ শিগগিরই শেষ হবে।
রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে এ পর্যন্ত মিয়ানমার যেসব অঙ্গীকার করেছে তা মেনে চলছে না বলে আবারো অভিযোগ করেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে রোহিঙ্গাদের ফিরিয়ে নেওয়ার কাজ শিগগিরই আবারো শুরু হবে বলে পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন কমিটিকে আশ্বস্ত করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সবই হচ্ছে কিন্তু তার পরেও রেজাল্ট হচ্ছে না, এটাই আমি বলেছি। তারা অনেক কিছু কমিটমেন্ট করছে, কিন্তু কাজ হচ্ছে না। আমরা এটাই বলছি, সেজন্যই আমরা বলছি, যাতে তারা যেগুলো বলছে সেগুলো যদি করার জন্য আমাদের পররাষ্ট্রমন্ত্রী মহোদয় সার্বক্ষণিক কাজ করছেন। তিনি ইতিমধ্যে তিনটি দেশের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে, সেটাও তিনি জানিয়েছেন। কোনো চেষ্টাই বাদ থাকবে না। আমরা করে যাচ্ছি।’