আবাহনীকে হারিয়ে ফাইনালে বসুন্ধরা
ফেডারেশন কাপ ফুটবল টুর্নামেন্টে দ্বিতীয় দল হিসেবে ফাইনালে উঠেছে বসুন্ধরা কিংস। আজ বৃহস্পতিবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত দ্বিতীয় সেমিফাইনালে তারা ৩-১ গোলে হারিয়েছে ঢাকা আবাহনী লিমিটেডকে।
গতকাল বুধবার প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম আবাহনীকে ৩-০ গোলে হারিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব। আগামী রোববার ফাইনালে মুখোমুখি হবে সাইফ ও বসুন্ধরা।
ম্যাচে প্রথমে এগিয়ে যায় আবাহনী। ৩১ মিনিটে প্রথম গোলের দেখা পায় তারা। হাইতির কেরভেন্স বেলফোর্টের থ্রু থেকে ব্রাজিলীয় স্ট্রাইকার ফার্নান্দো তোরেস আড়াআড়ি শটে গোলটি করেন (১-০)।
এক গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় আবাহনী। ম্যাচের ৫১ মিনিটে খেলার সমতায় ফিরে বসুন্ধরা। আলমগীর হোসেন রানার পাস থেকে প্লেসিং শটে গোল করে বসুন্ধরাকে খেলায় ফেরান ফের্নান্দেস (১-১)।
নির্ধারিত ৯০ মিনিট সমতায় থেকে শেষ হয়। তাই নিষ্পত্তির জন্য গড়ায় অতিরিক্ত সময়ে। অতিরিক্ত সময়ের দ্বিতীয়ার্ধে দুটি গোল করে দলের জয় নিশ্চিত করে বসুন্ধরা।
ম্যাচের ১০৯ মিনিটে বসুন্ধরাকে এগিয়ে দেন রাউল অস্কার বেসেরা (২-১)। আর ইনজুরি সময়ে জোনাথন দে সিলভেইরা ফের্নান্দেস বসুন্ধরার পক্ষে তৃতীয় গোল করেন (৩-১)।
অবশ্য এর আগে আবাহনীর হয়ে জীবন একটি গোল করেছিলেন। অফসাইডের কারণে রেফারি গোলটি বাতিল করে দেন। তা নিয়ে কিছুটা উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছিল। তাই খেলা আট মিনিট বন্ধ ছিল।