কোহলিকে ছাড়িয়ে গেলেন আমলা
ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংস খেলে দুই, তিন, চার ও পাঁচ হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ড আগেই গড়েছিলেন হাশিম আমলা। এবার সবচেয়ে তাড়াতাড়ি ছয় হাজার রানের মাইলফলকে পৌঁছানোর কীর্তিটিও নিজের করে নিলেন দক্ষিণ আফ্রিকার টেস্ট অধিনায়ক। ছাড়িয়ে গেলেন ভারতের তারকা ব্যাটসম্যান বিরাট কোহলিকে।
গত বছরের নভেম্বরে কোহলি ভেঙে দিয়েছিলেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ভিভ রিচার্ডসের রেকর্ড। ৬০০০ রানের মাইলফলকে পৌঁছাতে রিচার্ডসকে খেলতে হয়েছিল ১৪১ ইনিংস। কোহলি সেখানে পৌঁছেছিলেন ১৩৬ ইনিংস খেলে। আর ওয়ানডেতে ৬০০০ রান করতে আমলা খেলেছেন ১২৩ ইনিংস।
ভারতের বিপক্ষে পঞ্চম ওয়ানডেতে ব্যাট হাতে খুব বেশি জ্বলে উঠতে পারেননি আমলা। করেছিলেন মাত্র ২৩ রান। কিন্তু ছোট্ট এই ইনিংস খেলেই কোহলিকে ছাড়িয়ে গেছেন দক্ষিণ আফ্রিকার এই ডানহাতি ওপেনার। ওয়ানডেতে তাঁর সংগ্রহ দাঁড়িয়েছে ৬০০৮ রান।
সবচেয়ে কম ইনিংস খেলে ২০০০ রানের মাইলফলক স্পর্শ করে আমলা ভেঙে দিয়েছিলেন পাকিস্তানের কিংবদন্তি ব্যাটসম্যান জহির আব্বাসের রেকর্ড। সবচেয়ে কম ইনিংস খেলে তিন, চার ও পাঁচ হাজার রানের রেকর্ড দীর্ঘদিন ধরে ছিল রিচার্ডসের দখলে। সেগুলোও একে একে নিজের করে নিয়েছিলেন আমলা। এবার সবচেয়ে কম ইনিংস খেলে ছয় হাজার রানের মাইলফলকে পৌঁছানোর রেকর্ডটির পাশেও লেখা হলো আমলার নাম।
ওয়ানডেতে সবচেয়ে কম ইনিংস খেলে সাত হাজার রানের মাইলফলক স্পর্শ করার রেকর্ডটি আছে আমলার সতীর্থ এবি ডি ভিলিয়ার্সের দখলে। ১৬৬ ইনিংস খেলে সাত হাজার রান করেছেন দক্ষিণ আফ্রিকার ওয়ানডে অধিনায়ক। এই রেকর্ডও নিজের করে নেওয়ার হাতছানি আছে আমলার সামনে।