ওসাসুনার মাঠে রিয়ালের ধাক্কা
ওসাসুনার মাঠে নিজেদের গুছিয়ে নিয়ে আক্রমণাত্মকভাবে খেলতে পারেনি রিয়াল মাদ্রিদ। স্বাগতিকদের রক্ষণ ভাঙতে না পেরে প্রতিপক্ষের মাঠ থেকে পয়েন্ট হারিয়ে লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষে ওঠার সুযোগ মিস করল রিয়াল।
লা লিগায় গতকাল শনিবার ওসাসুনার সঙ্গে গোলশূন্য ড্র করেছে চ্যাম্পিয়ানরা। ফলে অ্যাথলেটিকো থেকে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানেই থাকতে হলো রিয়াল মাদ্রিদকে।
গতকাল পুরো ম্যাচে ছন্দে দেখা যায়নি রিয়ালকে। পুরো ম্যাচে নয়বার অন টার্গেট শট নিয়েও গোল আদায় করতে পারেনি অতিথিরা। অবশ্য দুবার জালে পাঠিয়েছিল বল, কিন্তু দুবারই ছিল অফসাইড।
সে দিক দিয়ে রক্ষণ আগলে রিয়াল শিবিরের কঠিন পরীক্ষা নিয়েছে ওসাসুনা। ম্যাচের কেবল ২৯ শতাংশ সময় বল দখলে রেখেও স্বস্তি নিয়ে মাঠ ছেড়েছে স্বাগতিকেরা।
চলতি লিগে ১৮ ম্যাচে ১০ জয় ও চার ড্রয়ে ৩৪ পয়েন্ট নিয়ে তৃতীয়তে আছে বার্সেলোনা। ১৫ ম্যাচে ১২ জয় ও দুই ড্রয়ে ৩৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে অ্যাথলেটিকো মাদ্রিদ। ৩৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে রিয়াল মাদ্রিদ। ৩২ পয়েন্ট নিয়ে চার নম্বরে নেমে গেছে ভিয়ারিয়াল। ১৭ ম্যাচে ২৪ পয়েন্ট নিয়ে সাত নম্বরে গ্রানাদা। ১৫ পয়েন্ট নিয়ে ১৯ নম্বরে আছে ওসাসুনা।