চতুর্থ রাউন্ডে চেলসি-ম্যান সিটি
দ্বিতীয় বিভাগ লিগের ক্লাব ক্রলির কাছে ৩-০ গোলে হারে এফএ কাপের তৃতীয় রাউন্ড থেকে বিদায় নিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিডস। তবে চেলসি ও ম্যানচেস্টার সিটি চতুর্থ রাউন্ডে খেলা নিশ্চিত করেছে।
গতকাল রোববার রাতে বেশ কয়েকটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। আন্ডারডগ ক্রলির কাছে হারে লিডস বিদায় নিল। ম্যাচে ক্রলির জয়টা ছিল একেবারেই অপ্রত্যাশিত।
গতবারের রানার্সআপ চেলসি ৪-০ গোলে উড়িয়ে দিয়েছে মোরকাম্বেকে। ১৮ মিনিটে মিডফিল্ডার ম্যাসন মাউন্ড দলটিকে এগিয়ে দেন। ৪৪ মিনিটে কেই হাভার্টজের পাসে ওয়ার্নার চেলসির স্কোরশিটে নাম লেখান। ৪৯ মিনিটে কালুম হাডসন তৃতীয় এবং ৮৫ মিনিটে দলের হয়ে চতুর্থ গোলটি করেন হাভার্টজ।
দিনের আরেক ম্যাচে বার্মিংহামকে ৩-০ গোলে বিধ্বস্ত করে চতুর্থ রাউন্ডে খেলা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। গত বুধবার লিগ কাপের সেমিফাইনালে ম্যানচেস্টার ইউনাইটেডকে পরাজিত করা দলটি থেকে চারটি পরিবর্তন করে মূল একাদশ সাজিয়েছিলেন পেপ গার্দিওলা। বার্নান্ডো সিলভা আট মিনিটে দলকে এগিয়ে দেন। ১৫ মিনিটে পোস্টের খুব কাছে থেকে ব্যবধান দ্বিগুণ করেন সিলভা। ৩৩ মিনিটে দলের জয় নিশ্চিত করেন ফিল ফোডেন।
ইংল্যান্ডে করোনাভাইরাসের কারণে বেশ কয়েকটি ক্লাব বিপাকে পড়েছে। অ্যাস্টন ভিলা ও ডার্বির মতো দলের সিনিয়র স্কোয়াড করোনায় আক্রান্ত হওয়ায় পুরো একাদশ তরুণদের মাঠে নামাতে বাধ্য হয়েছে। এই মুহূর্তে লিগ বন্ধ না করে নির্ধারিত সূচি অনুযায়ী দর্শকশূন্য স্টেডিয়ামে ম্যাচ আয়োজনের অনুমতি দিয়েছে ইংল্যান্ড সরকার।