দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ
সিলেটে শিশু সামিউল আলম রাজন হত্যা মামলায় দ্বিতীয় দিনের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হয়েছে। আদালত আগামীকাল মঙ্গলবার ফের যুক্তিতর্ক উপস্থাপনের তারিখ ধার্য করেছেন।
আজ সোমবার দুপুর থেকে বিকেল ৫টা ৫০ মিনিট পর্যন্ত সিলেট মহানগর দায়রা জজ আকবর হোসেন মৃধার আদালতে যুক্তিতর্ক উপস্থাপন করা হয়।
সিলেট মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট মফুর আলী জানান, আদালতে আজ সোমবার যুক্তিতর্ক উপস্থাপন করা হয়। তবে যুক্তিতর্ক উপস্থাপন শেষ না হওয়ায় আগামীকাল আবারও যুক্তিতর্ক উপস্থাপন করা হবে।
মফুর আলী বলেন, ‘আগামীকাল যুক্তিতর্ক উপস্থাপন শেষে রাজন হত্যা মামলায় রায়ের তারিখ নির্ধারিত হতে পারে বলে আমরা আশা করছি।’
এর আগে গতকাল রোববার রাজন হত্যা মামলায় প্রথম দিনের যুক্তিতর্ক উপস্থাপন ও আসামি যাচাই-বাছাই শেষ হয়। ওই দিন ৩৪২ ধারায় আসামিদের যাচাই-বাছাইকালে রাজন হত্যা মামলার প্রধান আসামি কামরুল ইসলামের ভাই মুহিদ আলম, আলী হায়দার ও রাজনকে নির্যাতনের ভিডিওচিত্র ধারণকারী নূর আহমদ নিজেদের নির্দোষ দাবি করে আদালতে বক্তব্য উপস্থাপন করেন। এ ছাড়া নূর আহমদ আদালতে ১৬৪ ধারায় দেওয়া জবানবন্দি প্রত্যাহারের আবেদন জানিয়েছেন।
এর আগে গত ১৫ অক্টোবর রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের কাজ শেষ হয়। ওই দিন বিকেলে সৌদি আরব থেকে প্রধান আসামি কামরুল ইসলামকে দেশে ফেরানোর পর গত ১৮ অক্টোবর তাঁকে প্রথমবারের মতো আদালতে হাজির করা হয়। আদালতে কামরুল সাক্ষীদের পুনঃসাক্ষ্যগ্রহণের আবেদন জানান। তবে আদালতের বিচারক আকবর হোসেন মৃধা ওই দিন তাঁর আবেদন নামঞ্জুর করেন। পরে গত ২০ অক্টোবর ফের কামরুলের আইনজীবী আদালতে ১৫ সাক্ষীর জেরার আবেদন জানান। বিচারক ১১ সাক্ষীর জেরার নির্দেশ দেন। ২১ অক্টোবর আদালত ১১ সাক্ষীর পুনঃসাক্ষ্যগ্রহণ করেন।
গত ১ অক্টোবর থেকে শুরু হয় রাজন হত্যা মামলার সাক্ষ্যগ্রহণের কাজ। মোট ৩৬ জনের সাক্ষ্যগ্রহণ করা হয়। গত ২২ সেপ্টেম্বর ১৩ জনকে অভিযুক্ত করে রাজন হত্যা মামলায় অভিযোগ গঠন করেন আদালত।
গত ৮ জুলাই সিলেটের কুমারগাঁওয়ে শিশু শেখ সামিউল আলম রাজনকে নির্মম নির্যাতনের মাধ্যমে হত্যা করা হয়।