যেখানে কম দামে ভ্যাকসিন পাব, সেখান থেকেই আনব : অর্থমন্ত্রী
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, যেখানে কম দামে করোনার ভ্যাকসিন পাব, সেখান থেকেই আমরা আনব। ভারত আমাদের কাছে ভ্যাকসিনের দাম বেশি নিচ্ছে বলে মিডিয়াতে লেখালেখি হচ্ছে। যে দেশ কম দামে দেবে আমরা সেই দেশ থেকেই আনার চেষ্টা করব।
আজ বুধবার সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন অর্থমন্ত্রী।
ভারতের নাগরিকেরা তাদের দেশে উৎপাদিত ভ্যাকসিন যে দামে কিনবে তার তুলনায় বাংলাদেশ সরকার ৪৭ শতাংশ বেশি দামে ভ্যাকসিন কিনছে বলে পত্রপত্রিকায় সংবাদ প্রকাশ হচ্ছে। এ বিষয়ে জানতে চাইলে অর্থমন্ত্রী বলেন, ‘বিষয়টি আমার জানা নেই। ভারত যদি তৈরি করে তাহলে তাদের উৎপাদন খরচ তো কম হবেই। তারা যখন বিক্রি করবে তখন খরচের সঙ্গে লাভ যোগ করবে। এতে দাম বাড়তে পারে। তবে আমরা যে দেশে কম দামে পাব, সেই দেশ থেকেই আনার চেষ্টা করব।’
অপর এক প্রশ্নের জবাবে আ হ ম মুস্তফা কামাল বলেন, ভ্যাকসিন আনা কঠিন কাজ নয়। ভ্যাকসিন দেওয়াটা কঠিন কাজ। সবাইকে ভ্যাকসিনের আওতায় নিয়ে আসা খুব জটিল কাজ। ১৭ কোটি মানুষকে একদিনে এটি দেওয়া যাবে না। ধাপে ধাপে এ ভ্যাকসিন প্রয়োগ করা হবে। পর্যায়ক্রমে সবাইকে ভ্যাকসিনের আওতায় আনা হবে।