ঝিনাইদহে ট্রাকের ধাক্কায় নসিমনের ছয় যাত্রী নিহত
ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় ট্রাকের ধাক্কায় নসিমনের ছয় যাত্রী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন।
আজ বুধবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে উপজেলার মদনডাঙ্গা বাজারের পাশে শ্রীরামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহাঙ্গীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতরা সবাই নসিমনের যাত্রী। এ দুর্ঘটনায় আহত চারজনকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা কাজ করছে।