জাতীয় স্বার্থে সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি
দেশে ‘আইএস ও জঙ্গি’ দমনে সরকারকে সহযোগিতা করতে চায় বিএনপি। কিন্তু সরকার তা না করে তাদের দমনের কাজ করছে বলে জানিয়েছেন দলের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান। তিনি বলেছেন, ‘অন্যায়ের বিরুদ্ধে জাতীয় স্বার্থে আমরা সরকারকে সহযোগিতা করতে চাই।’
urgentPhoto
যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ মঙ্গলবার সকালে চট্টগ্রামে এক আলোচনা সভায় নোমান এসব কথা বলেন। চট্টগ্রাম মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘কিন্তু সরকার সে সহযোগিতা নেবে না। কেন নেবে না? কারণ তার টার্গেট হচ্ছে বিরোধী দলকে দমানো, আমাদেরকে দমানো, আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদের কারাগারে নিক্ষেপ করা।’
বিএনপির ভাইস চেয়ারম্যান আরো বলেন, ‘এক আইএস আর এক জঙ্গি। এগুলোকে শাসন করেন। এগুলোর বিচার করেন। এ বিচারে আমরাও থাকব। কিন্তু তারা বিচার ও কথায় আমাদের বাইরে রাখতে চায়। আমরা চাই আমরাও থাকব।’
আবদুল্লাহ আল নোমান বলেন, ‘সরকার সংবিধানের মৌলিক অধিকার লঙ্ঘন করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের পরিবারকে ধ্বংস করার চেষ্টা করছে।’ ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের কারণে দেশে উচ্ছৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন মহানগর যুবদলের সভাপতি কাজী বেলাল। এতে অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন শ্রমিক দল নেতা এ এম নাজিম উদ্দিন, বিএনপি নেতা মোজাফ্ফর আহমদ, শেখ মোহাম্মদ মহিউদ্দিন, ছাত্রদল নেতা আহমদুল আলম রাশেদ।