নির্বাচন কমিশন একপক্ষ : কাদের সিদ্দিকী
বর্তমান নির্বাচন কমিশন ‘একপক্ষ’ বলে অভিযোগ করেছেন কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী। এ সময় তিনি টাঙ্গাইলের কালিহাতী আসনে উপনির্বাচনের জন্য একটি স্বাধীন নির্বাচন কমিশন গঠনের দাবিও জানান।
আজ মঙ্গলবার বিকেলে টাঙ্গাইলের কালিহাতী উপজেলার এলেঙ্গা উচ্চ বিদ্যালয় মাঠে কৃষক শ্রমিক জনতা লীগ আয়োজিত এক জনসভায় কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বলেন, ‘কী করে নির্বাচন কমিশনের একজন প্রার্থীর বিরুদ্ধে আপিল গ্রহণ করা হলো এটা আমি জিজ্ঞাস করতে পারি না? যদি আমি প্রার্থী হলে আপত্তি থাকে তাহলে সেই নির্বাচন কমিশনের (ইসি) অধীনে আমি কী করে নির্বাচন করব? সে (ইসি) তো আমাকে চায়-ই না। সে এখানে রেফারিগিরি করবে কী করে, নির্বাচন পরিচালনা করবে কী করে?
‘সে কারণেই কালিহাতী উপনির্বাচনের জন্য আরেকটা স্বতন্ত্র, স্বাধীন, নিরপেক্ষ নির্বাচন কমিশনের প্রয়োজন। এই নির্বাচন কমিশন তো একপক্ষ। আমার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গেছে আপিল করার জন্য। যে আমার প্রতিপক্ষ সে কী করে আমার নির্বাচন পরিচালনা করবে?’
কাদের সিদ্দিকী উপস্থিত জনতার উদ্দেশে বলেন, ‘এখানকার মানুষ টাঙ্গাইল ম্যাজিস্টেট কোর্টে মামলা করতে যায় না? ম্যাজিস্টেট কোর্ট পছন্দ না হলে জজ কোর্টে যায় না? (এ সময় জনতা সায় দেয়।) জজ কোর্টের মামলা পছন্দ না হলে হাইকোর্টে যায় না? হাইকোর্ট পছন্দ না হলে সুপ্রিম কোর্টে যায় না? জজ কোর্টের মামলা সুপ্রিম কোর্টে গেলে জজ সাহেব যদি বাদী না হয়, কোর্ট যদি বাদী না হয়- তাহলে নির্বাচন কমিশন বাদী হয় কীভাবে?’
ঋণখেলাপির অভিযোগে নির্বাচন কমিশন গত ১৩ অক্টোবর টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনের প্রার্থী কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বাতিল করে। মনোনয়নপত্র বাতিলের বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে ২০ অক্টোবর আদালতে রিট করেন কাদের সিদ্দিকী। পরের দিন ২১ অক্টোবর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে তা গ্রহণের জন্য নির্বাচন কমিশনকে নির্দেশ দেন বিচারপতি মিফতাহ উদ্দিন চৌধুরী ও বিচারপতি ইজারুল হক আকন্দের অবকাশকালীন বেঞ্চ। একইসঙ্গে কাদের সিদ্দিকীর মনোয়নপত্র কেন বৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।
হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আজ সুপ্রিম কোর্টে আপিল বিভাগে আপিল করে নির্বাচন কমিশন। শুনানি শেষে টাঙ্গাইল-৪ (কালিহাতী) আসনের উপনির্বাচনের সব ধরনের কার্যক্রম স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে বঙ্গবীর কাদের সিদ্দিকীর মনোনয়নপত্র স্থগিত চেয়ে নির্বাচন কমিশনের আবেদনের ওপর আগামী ২ নভেম্বর পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য দিন নির্ধারণ করা হয়েছে। আপিল বিভাগের অবকাশকালীন চেম্বার বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন এ আদেশ দেন।
এ আদেশের ফলে নির্বাচনের তারিখ পরির্বতন হতে পারে বলে মনে করেন সংশ্লিষ্ট আইনজীবীরা।
আগামী ১০ নভেম্বর টাঙ্গাইল-৪ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। এ আসনের সংসদ সদস্য ছিলেন কাদের সিদ্দিকীর ভাই সাবেক আওয়ামী লীগ নেতা লতিফ সিদ্দিকী। নিউইয়র্কের এক অনুষ্ঠানে পবিত্র হজ, তাবলিগ জামাত ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় সম্পর্কে মন্তব্য করায় সংসদ সদস্যপদ ছাড়তে হয় তাঁকে।