শেরেবাংলায় হাঁটু গেড়ে বর্ণবাদের প্রতিবাদ
করোনাকালে হওয়া প্রথম সিরিজ থেকেই ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনের সঙ্গী হয়েছেন ক্রিকেটাররা। শুধু ক্রিকেটেই নয়, ফুটবল-টেনিস থেকে শুরু করে বিশ্বের বিভিন্ন খেলোয়াড় এই আন্দোলনে সম্মতি জানিয়েছেন। এবার সেই তালিকায় যুক্ত হলো বাংলাদেশ। আজ বুধবার বিরতি কাটিয়ে বাংলাদেশে আন্তর্জাতিক ক্রিকেট ফেরার ম্যাচে ‘ব্ল্যাক লাইভস ম্যাটার’ আন্দোলনে সম্মতি জানিয়েছেন ক্রিকেটাররা।
এদিন ম্যাচ শুরুর আগে মিরপুর শেরেবাংলায় মাঠের চারপাশ থেকে বেলুন উড়ানো হয়। এরপর হাঁটু গেড়ে বসে ব্ল্যাক লাইভস ম্যাটার নিয়ে প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ দলের ক্রিকেটাররা।
গত ২৫ মে যুক্তরাষ্ট্রে পুলিশের অত্যাচারে নিহত হন জর্জ ফ্লয়েড নামের একজন কৃষ্ণাঙ্গ। ফ্লয়েডের মৃত্যুর পর থেকেই বর্ণবাদের প্রতীকী হিসেবে হাঁটু গেড়ে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিবার জানাচ্ছেন খেলোয়াড়রা।
মিরপুরেও আজ দুই দলের খেলোয়াড় ও ম্যাচ কর্মকর্তারা হাঁটু গেড়ে বসে মুষ্টিবদ্ধ হাত দেখিয়ে বর্ণাবাদের প্রতিবাদ জানালেন।
দীর্ঘ ১০ মাসেরও বেশি সময় পর এই ম্যাচের মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরেছে বাংলাদেশ। গত বছর ১১ মার্চের পর আন্তর্জাতিক ম্যাচ খেলা হয়নি লাল-সবুজের দলের। মাঝের এই সময়টা ক্রিকেটারদের মাঠের বাইরে রেখেছে করোনাভাইরাস। গত বছরের শেষ দিকে শ্রীলঙ্কার বিপক্ষে ফেরার কথা থাকলেও সেটিতেও বাধ সাধে করোনাভাইরাস। অবশেষে শেষ হলো বাংলাদেশের অপেক্ষা। ওয়েস্ট ইন্ডিজকে ঘরের মাঠে স্বাগত জানিয়ে অপেক্ষার ইতি টেনেছে স্বাগতিকরা।