পাটুরিয়ায় ফেরিতে ওঠার সময় মাইক্রোবাস পদ্মায়
মানিকগঞ্জের পাটুরিয়া ৫ নম্বর ঘাটে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে একটি মাইক্রোবাস পদ্মায় পড়ে যায়। এতে আহত হয় মাইক্রোবাসে থাকা পাঁচ যাত্রী।
আজ বৃহস্পতিবার সকাল ১০টার দিকে এ ঘটনা ঘটে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের বাণিজ্য শাখার সহকারী ব্যবস্থাপক মহিউদ্দিন রাসেল নিশ্চিত করেছেন।
মহিউদ্দিন রাসেল এনটিভি অনলাইনকে বলেন, ‘পাটুরিয়ায় ৫ নম্বর ফেরিঘাটের ড্রাইভিশনে ছিল ওই মাইক্রোবাসটি। পরে ফেরিতে ওঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যায়। এতে আহত হন মাইক্রোবাসের পাঁচ যাত্রী। তাদের জীবিত উদ্ধার করা হয়েছে।‘
মাইক্রোবাসটি উদ্ধারে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল সার্ভিসের দল কাজ করছে বলে জানান বিআইডব্লিউটিসির কর্মকর্তা।