দরিদ্রদের জন্য ‘বিনা লাভে’ অন্তত চার কোটি টিকা দেবে ফাইজার
দরিদ্র ও উন্নয়নশীল দেশগুলো যাতে সাশ্রয়ী দামে টিকা নিতে পারে সেজন্য অন্তত চার কোটি ডোজ করোনাভাইরাসের টিকা ‘বিনা লাভে’ বিক্রির ঘোষণা দিয়েছে ফাইজার-বায়োএনটেক। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সহযোগিতায় পরিচালিত ‘কোভ্যাক্স’ কার্যক্রমে এই টিকা দেওয়া হবে। সংবাদ সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) একথা জানিয়েছে।
ফেব্রুয়ারি থেকে শুরু করে এ বছরের মধ্যেই অন্তত চার কোটি ডোজ টিকা কোভ্যাক্সের কাছে বিনা লাভে দেবে ফাইজার-বায়োএনটেক। তবে দাম কত ধরা হবে তা জানানো হয়নি। গত মাসে ডব্লিউএইচও এবং যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসনের (এফডিএ) পক্ষ থেকে জরুরি ব্যবহারের অনুমোদন পেয়েছে তারা।
বেশ কয়েকটি কোম্পানি কোভ্যাক্সে বিনা লাভে টিকা দেওয়ার ঘোষণা দিলেও ফাইজার-বায়োএনটেক কিছুটা পরে এসে গতকাল শুক্রবার এই ঘোষণা দিলো। ধনী দেশগুলো আগে ভাগে টিকা নিয়ে নিচ্ছে। কোম্পানিগুলোও অর্ডার অনুযায়ী ধনী দেশে টিকা পাঠাচ্ছে। এ নিয়ে সমালোচনা শুরু হয়েছে।
ডব্লিউএইচওর প্রধান টেড্রস আধানম গ্যাব্রিয়াসুস সম্প্রতি অভিযোগ করে বলেন, মহামারিকে কেন্দ্র করে লাভ কামাতে বেশিরভাগ কোম্পানি ধনাঢ্য দেশগুলোকে টিকার ডোজ সরবরাহ করে যাচ্ছে।
অক্সফোর্ড ইউনিভার্সিটি ও অ্যাস্ট্রাজেনেকাও কোভ্যাক্স কার্যক্রমে প্রায় ১৫ কোটি ডোজ টিকা দিতে চেয়েছে। শুক্রবার সংবাদ সম্মেলনে ডব্লিউএইচও প্রধান বলেন, ফাইজার-বায়োএনটেক এবং অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এসব টিকা পেয়ে ফেব্রুয়ারি থেকে টিকাদান শুরু করতে পারবে কোভ্যাক্স। বছরের শেষ নাগাদ দুইশো কোটি ডোজ টিকা সরবরাহের লক্ষ্যমাত্রা রয়েছে কোভ্যাক্সের।
ফাইজারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আলবার্ট বোরলা বলেন, ‘ঝুঁকি নিয়ে স্বাস্থ্য সেবায় নিয়োজিত থাকা উন্নয়নশীল দেশের লোকজন এবং বিপর্যস্ত জনগোষ্ঠীর জন্য টিকা সরবরাহ করতে পেরে আমরা গর্বিত।’
৯২টি দরিদ্র ও উন্নয়নশীল দেশে মহামারি করোনাভাইরাসের টিকা প্রাপ্তি নিশ্চিত করতে ডব্লিউএইচওর সহযোগিতায় কোভ্যাক্সের টিকা ক্রয়ের দায়িত্বে রয়েছে বিশ্বব্যাপী টিকার জোট ‘গ্যাভি’।
গ্যাভির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ড. সেঠ বার্কলে বলেন, টিকার সঠিক বণ্টন নিশ্চিতে ফাইজার-বায়োএনটেকের এগিয়ে আসাটা গুরুত্বপূর্ণ অগ্রগতি।