রাজনীতি থেকে অবসরের ঘোষণা মবিনের
বিএনপি থেকে পদত্যাগ এবং রাজনীতি ছাড়ার ঘোষণা দিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী। আজ বৃহস্পতিবার দুপুরে বিএনপির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।
বিএনপির চেয়ারপারসনের গুলশান কার্যালয়ের গণমাধ্যম শাখার কর্মকর্তা শায়রুল কবীর খান এনটিভি অনলাইনকে বলেন, ‘শমসের মবিন চৌধুরী মূলত রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। যেহেতু রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন, সে কারণে দলের কোনো পদেও তিনি থাকতে পারবেন না।’
এ বিষয়ে শমসের মবিন চৌধুরীর স্ত্রী শাহেদা ইয়াসমিন এনটিভি অনলাইনকে বলেন, ‘তিনি খুব অসুস্থ। রাজনীতিতে সক্রিয় অংশগ্রহণ তাঁর পক্ষে সম্ভব নয়। এ কারণে তিনি দল থেকে পদত্যাগ করে রাজনীতি থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। এ বিষয়ে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া বরাবর একটি পদত্যাগপত্র পাঠিয়েছেন, যা গতকাল বুধবার দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।’
শমসের মবিন চৌধুরী একজন মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধের সময় তিনি কোমরে গুলিবিদ্ধ হন। মুক্তিযুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য বাংলাদেশ সরকার তাঁকে বীরবিক্রম খেতাব দেয়। এর আগে তিনি পাকিস্তান সেনাবাহিনীর অষ্টম ইস্ট বেঙ্গল রেজিমেন্টে কর্মরত ছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে মেজর পদ থেকে সরিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়োগ দেওয়া হয় তাঁকে। পরে পররাষ্ট্র সচিব পদে উন্নীত হন এবং রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। সেখান থেকে অবসর নিয়ে তিনি সক্রিয়ভাবে রাজনীতিতে যোগ দেন।
২০০১ থেকে ২০০৫ সাল পর্যন্ত বিএনপি-জামায়াত জোট সরকার ক্ষমতায় থাকা অবস্থায় শমসের মবিন পররাষ্ট্র সচিবের দায়িত্ব পালন করেন।