ইয়াসির শাহর প্রশংসায় পঞ্চমুখ ওয়ার্ন
নিজেকে ভাগ্যবান ভাবতেই পারেন পাকিস্তানের লেগস্পিনার ইয়াসির শাহ। কারণ, তাঁর সঙ্গে অনুশীলনে অংশ নেওয়ার ইচ্ছা পোষণ করেছেন সর্বকালের অন্যতম সেরা লেগস্পিনার শেন ওয়ার্ন। অস্ট্রেলিয়ান এই কিংবদন্তি উচ্চকিত প্রশংসা করেছেন ইয়াসির শাহর।
ওয়ার্নকে দেখেই লেগস্পিন করা শুরু করেছিলেন শাহ। ২০১৪ সালে টেস্ট ক্রিকেটে অভিষেকের পর খুব অল্প সময়ের মধ্যেই নজর কেড়েছেন ক্রিকেট বিশ্বের। এখন পর্যন্ত মাত্র ১১টি টেস্ট খেলেই নিয়েছেন ৬৯টি উইকেট। দুবাইয়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচেও আট উইকেট নিয়ে বড় অবদান রেখেছেন পাকিস্তানের জয়ে।
এ বছরের শুরুতে বিশ্বকাপের সময় অ্যাডিলেডে ওয়ার্নের সঙ্গে দেখা করে কিছু কৌশলও শিখেছিলেন পাকিস্তানের এই লেগস্পিনার। সেগুলো তিনি কাজেও লাগাচ্ছেন খুব দারুণভাবে। এবার নিজের দক্ষতা আরো বাড়িয়ে নেওয়ার চমৎকার সুযোগও পেতে যাচ্ছেন শাহ। আরব আমিরাতে আবারো ওয়ার্নের সঙ্গে অনুশীলন করার অভিজ্ঞতা হয়তো মিলে যেতে পারে ২৯ বছর বয়সী এই ক্রিকেটারের। আর এবারের এই প্রস্তাব এসেছে খোদ ওয়ার্নের পক্ষ থেকেই। গত মঙ্গলবার আরব আমিরাত সফরে গিয়ে ওয়ার্ন বলেছেন, ‘এই সপ্তাহের মধ্যে যদি সময় করতে পারি, তাহলে ইয়াসিরের সঙ্গে বল করতে চাইব। কারণ, আমি পরবর্তী সপ্তাহে ক্রিকেট অল স্টারস সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছি। এ জন্য চেষ্টা করছি যতটা সম্ভব অনুশীলন করে নেওয়ার। ইংল্যান্ড শিবিরে আমাকে হয়তো স্বাগত জানানো হবে না। তাই পাকিস্তানের সঙ্গে অনুশীলনে অংশ নেওয়ার চেষ্টা করছি।’ ইয়াসির শাহর উচ্চকিত প্রশংসা করে ওয়ার্ন বলেছেন, ‘আমার মনে হয়, সে খুব দারুণ বোলার। দুবাই টেস্টে যা দেখলাম, তাতে তাঁকে খুব ভালো মনে হয়েছে। তবে আমার মতে, তাঁর ধৈর্যের কিছুটা অভাব আছে।’
পাকিস্তান এরই মধ্যে লুফে নিয়েছে ওয়ার্নের এই প্রস্তাব। দলের টিম ম্যানেজার ইন্তেখাব আলম বলেছেন, ‘আমাদের কাছে কেউ এখনো আনুষ্ঠানিক প্রস্তাব পাঠায়নি। কিন্তু ওয়ার্নের মতো কেউ যদি আমাদের সঙ্গে অনুশীলনের প্রস্তাব দেয়, তাহলে আমরা সেটা নিশ্চয়ই স্বাগত জানাব। কারণ, কিংবদন্তিরা সব সময়ই তরুণদের নানা রকম কৌশল শিখিয়ে থাকে। আর এটা হবে একটা দারুণ ব্যাপার।’