ভারত বর্ণবিদ্বেষী আচরণের শিকার হয়েছে, বলছে অস্ট্রেলিয়া
বোর্ডার-গাভাস্কার সিরিজের তৃতীয় টেস্টে বর্ণবিদ্বেষী আচরণ আচরণের শিকার হন ভারতীয় ক্রিকেটারা। ওই সময়েই ম্যাচ রেফারি ও আম্পায়ারদের কাছে অভিযোগ জানিয়েছেন ভারতীয় ক্রিকেটাররা। স্বাগতিক দেশ অস্ট্রেলিয়া জানিয়েছিল, এ ব্যাপারটি নিয়ে তদন্ত করবে তারা।
অবশেষে সেই তদন্ত নিয়ে প্রতিবেদন দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ)। অসি বোর্ডের তরফ থেকে বিবৃতিতে জানানো হয়েছে, সত্যিই ভারতীয় ক্রিকেটাররা বর্ণবৈষম্যের শিকার হয়েছিলেন। তবে সিডনি টেস্টে আসলে কে বা কারা ভারতীয় ক্রিকেটারদের লক্ষ্য করে বর্ণবাদী মন্তব্য করেছে, তাদের চিহ্নিত করতে পারেননি অসি ক্রিকেট বোর্ড।
সিডনি টেস্টের তৃতীয় দিন কিছু অস্ট্রেলিয়ান দর্শকের বর্ণবিদ্বেষী আচরণে শিকার হয়েছেন ভারতীয় ক্রিকেটার মোহাম্মদ সিরাজ ও জাসপ্রিত বুমরাহ। চতুর্থ দিনও চা বিরতিতে যাওয়ার কিছু আগে সিরাজের উদ্দেশে বর্ণবিদ্বেষী মন্তব্য করলে তিনি অধিনায়ক আজিঙ্কা রাহানেকে জানান। আম্পায়ারদের সঙ্গে কথা বলেন ভারত অধিনায়ক। মাঠের দুই আম্পায়ারের সঙ্গে কথা বলতে দেখা যায় ম্যাচ রেফারিদের সঙ্গে। রাহানে, সিরাজদের কাছে জানতে চাওয়া হয় কোন জায়গা থেকে এমন মন্তব্য করা হচ্ছে। তাঁরা সেই দিকের দর্শকদের দেখিয়ে দিলে সেই জায়গায় বসে থাকা দর্শকদের পুলিশের সাহায্যে মাঠ থেকে বের করে দেওয়া হয়।
সিডনি টেস্টের পর ব্রিসবেনেও বর্ণবিদ্বেষী মন্তব্যের শিকার হয়েছেন ভারতের বোলার মোহাম্মদ সিরাজ। তরুণ এই পেসারের সঙ্গে বর্ণবাদের শিকার হন আরেক বোলার ওয়াশিংটন সুন্দর। ব্যাপারটি নিয়ে এত দিন ধরে তদন্ত করেছে সিএ।
এক বিবৃতিতে এ ব্যাপারে সিএ জানিয়েছে, যে ছয় জনকে বহিষ্কার করা হয়েছিল, তারা কেউই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নন। তাই তাদের অভিযোগ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
ভারতীয় ক্রিকেটারদের অভিযোগের ভিত্তিতে নিউ সাউথ ওয়েলসের পুলিশ বিভাগের পাশাপাশি তদন্ত শুরু করে সিএ। ইতোমধ্যে সিএ তাদের প্রতিবেদন আইসিসির কাছে জমা দিয়েছে। তারা এখন পুলিশ বিভাগের তদন্ত প্রতিবেদনের জন্য অপেক্ষা করছে।
বুধবার অজি বোর্ডের সততা ও নিরাপত্তা বিষয়ক বিভাগের প্রধান শন ক্যারল এ ব্যাপারে বলেন,‘সিএ এটা নিশ্চিত করছে যে, ভারতীয় দল বর্ণবৈষম্যের শিকার হয়েছে। এই বিষয়ে সিএ তাদের নিজস্ব তদন্ত কাজ চালু রাখবে। দায়ীদের চিহ্নিত করার জন্য সিসিটিভি ফুটেজ, টিকিট বিক্রির তথ্য ও মাঠে উপস্থিত দর্শকদের সাক্ষাৎকার-সবকিছুই পর্যবেক্ষণ ও পর্যালোচনা করা হচ্ছে।’