শেষের রোমাঞ্চে কোয়ার্টার ফাইনালে বার্সেলোনা
আচমকা গোল খেয়ে বিরতির পর পিছিয়ে পড়ে বার্সেলোনা। সেখান থেকে দলকে ম্যাচে ফেরান লিওনেল মেসি। দারুণ গোলে দলকে সমতায় ফেরান তিনি। এরপর শেষের দিকে জয়সূচক গোল করে বার্সেলোনাকে কোপা দেল রের কোয়ার্টার-ফাইনালে ওঠান ফ্রেংকি ডি ইয়ং।
গতকাল বুধবার দ্বিতীয় সারির দল রায়ো ভায়েকানোকে ২-১ গোলে হারিয়ে শেষ আট নিশ্চিত করেছে বার্সা।
এদিন ম্যাচের বেশিরভাগ সময় বল দখলে রেখেও প্রথমার্ধে এগিয়ে যেতে পারেনি। কয়েকবার সুযোগ এলেও কাজে লাগাতে পারেনি। বারবার আক্রমণে ব্যর্থ হওয়া বার্সা উল্টো পিছিয়ে পড়ে ৬৩ মিনিটে।
বার্সার ডি-বক্সে ঢুকে দুরূহ কোণ থেকে শট নেন আলভারো গার্সিয়া। ঝাঁপিয়ে পড়ে বল ঠেকালেও রক্ষা করতে পারেননি গোলরক্ষক। গোলমুখে ফিরতি ছোঁয়ায় জালে ঠেলে দেন ফ্রান গার্সিয়া।
অবশ্য পিছিয়ে পড়ার হতাশা বেশিক্ষণ থাকেনি বার্সা শিবিরে। ছয় মিনিট পর মেসির গোলে সমতায় ফেরে কাতালানরা।
মাঝমাঠ থেকে সতীর্থের পা ধরে প্রতিপক্ষের ডি-বক্সে ঢুকে পড়েন গ্রিজম্যান। তাঁকে বাধা দিতে এগিয়ে যান গোলরক্ষক। কিন্তু লাভ হয়নি, ফাঁকায় পেয়ে বল জালে ঠেলে দেন মেসি।
এরপর ম্যাচের ৮০ মিনিটে জয়সূচক গোলটি পায় বার্সা। এই গোলেও অবদান ছিল মেসির। প্রতিপক্ষের ডি-বক্সে উঁচু করে বল বাড়ান মেসি। সেখানে ছিলেন ডি ইয়ং। ছুটে এসে সহজেই বল ঠিকানায় পাঠিয়ে দেন তিনি। ফলে স্বস্তির জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা।