বাংলা টাইগার্সের সহঅধিনায়ক আফিফ
আজ বৃহস্পতিবার থেকে মাঠে গড়াচ্ছে আবুধাবি টি-টেন লিগের চতুর্থ আসর। এবারের আসরেও বাংলাদেশের একাধিক ক্রিকেটার অংশ নিচ্ছেন। আসরে বাংলা টাইগার্সের হয়ে খেলবেন তরুণ অলরাউন্ডার আফিফ হোসেন। দলটির সহঅধিনায়কের ভূমিকায় দেখা যাবে এই অলরাউন্ডারকে।
নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে খবরটি নিশ্চিত করেছে বাংলা টাইগার্স। আফিফের সঙ্গে অধিনায়কের দায়িত্বে থাকবেন আন্দ্রে ফ্লেচার।
দুই অধিনায়কের নাম ঘোষণা করে বাংলা টাইগার্স লিখেছে, ‘আন্দ্রে ফ্লেচারকে বাংলা টাইগারদের অধিনায়ক মনোনীত করা হয়েছে। আফিফ হোসেন টি-টেন লিগে চতুর্থ আসরে তাঁর সহকারী হিসেবে দায়িত্ব পালন করবে।'
আফিফকে মূলত আইকন খেলোয়াড় হিসেবে দলে টেনেছে বাংলা টাইগার্স। এর আগে দলটির আইকন ক্রিকেটার ছিলেন শ্রীলঙ্কান পেস বোলার ইসুরু উদানা। এবারের আসরে তিনি না থাকায় আফিফকে আইকন ক্রিকেটার হিসেবে নেওয়া হয়েছে।
আফিফ ছাড়া দলটির হয়ে খেলবেন বাংলাদেশের আরেক ক্রিকেটার মেহেদী হাসান। দুজনেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে দলে ছিলেন। ওয়ানডে সিরিজ শেষ করে দুবাইতে উড়াল দিয়েছেন দুজন।
আসরে মোট সাত বাংলাদেশি ক্রিকেটার খেলবেন। তাঁরা হলেন— নাসির হোসেন, সোহাগ গাজী, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, মেহেদী হাসান, মুক্তার আলী, ও মনির হোসেন খান।
সুযোগ পেয়েছিলেন পেসার তাসকিন আহমেদও। কিন্তু ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট দলে সুযোগ পেয়েছেন বলে তিনি খেলছেন না। তাঁর জায়গায় সুযোগ পেয়েছেন সোহাগ গাজী।
মারাঠা অ্যারাবিয়ানসে মুক্তার আলী, সোহাগ গাজী ও সৈকত। বাংলা টাইগার্সের হয়ে খেলবেন, আফিফ হোসেন ও মেহেদী হাসান। নাসির হোসেন খেলবেন পুনে ডেভিলসের হয়ে।