বিয়ের খবর গোপন রেখেছিলেন তিন্নি
জনপ্রিয় মডেল ও অভিনেত্রী তিন্নি আবারও বিয়ে করেছেন। তবে সেটা দুই বছর আগে। এতদিন বিষয়টি বলা যায় গোপনই রেখেছিলেন তিন্নি। ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি পারিবারিকভাবে ঘরোয়া আয়োজনে বিয়ে করেন তিনি। তিন্নির বর আদনান হুদা সাদ পেশায় একজন ব্যবসায়ী। তাঁদের এই সংসারে একটি কন্যা সন্তানও রয়েছে। আট মাস বয়সী এই সন্তানের নাম আরিফা। আগের সংসারেও একটি মেয়ে রয়েছে তিন্নির।
বিয়ের খবর বিভিন্ন গণমাধ্যমে প্রকাশের পর আজ বৃহস্পতিবার সন্ধ্যায় তিন্নি নিজেই ফেসবুকে স্ট্যাটাসে লিখেছেন, ‘আমি বিয়ে করেছি এবং আমার ভালোবাসা আদনান হুদা সাদকে নিয়ে সুখে আছি’। এসময় তিন্নি নিজের বৈবাহিক অবস্থার পরিবর্তন করেন। ফেসবুকে নিজের একাউন্টে বিয়ের তারিখ দেন ২০১৪ সালের ১৮ ফেব্রুয়ারি। গণমাধ্যমে প্রকাশের আগে নিজের বিয়ে নিয়ে কোনো কথাই বলেননি তিন্নি।
নতুন সংসারে কেমন আছেন এই মডেল ও অভিনেত্রী? এ প্রশ্নের উত্তর জানতে চাইলে তিন্নির পারিবারিক বন্ধু ও পরিচালক সুজন শাহরিয়ার এনটিভি অনলাইনকে বলেন, ‘তিন্নি এখন ভালো আছেন। তাঁর শ্বশুরবাড়ি ধানমণ্ডিতে। স্বামী, বাচ্চা, সংসার নিয়ে তিন্নি এখন বেশ সুখে আছেন। বলতে পারেন তিন্নি এখন পুরোদমে সংসারী একটি মেয়ে।’ সুজনের আগামী চলচ্চিত্রে নায়িকা হিসেবে অভিনয় করবেন তিন্নি। ডিসেম্বরে এই ছবির মহরত অনুষ্ঠিত হবে বলে জানান পরিচালক সুজন।
নতুন সংসার ও চলচ্চিত্রে অভিনয় বিষয়ে কথা বলার জন্য তিন্নির সাথে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো সাড়া দেননি। তবে তিন্নি কেন এতদিন বিয়ের খবরটি গোপন রেখেছেন এমন প্রশ্নের উত্তরে পরিচালক সুজন বলেন, ‘খুব শিগগিরই একটা বড় অনুষ্ঠানের মাধ্যমে তিন্নি এসব বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে খোলামেলা কথা বলবেন।’
২০০৬ সালের ২৮ ডিসেম্বর অভিনেতা আদনান ফারুক হিল্লোলের সঙ্গে তিন্নির প্রথম বিয়ে হয়। তাঁদের দুজনের একটি মেয়েও আছে। ২০১২ সালে হিল্লোলের সঙ্গে বিচ্ছেদের পর তিন্নি মেয়েকে নিয়ে মায়ের বাসাতেই থাকতেন। আলাদা হওয়ার পর দীর্ঘদিন মিডিয়ায় অনুপস্থিত ছিলেন এই অভিনেত্রী। দুই বছর পর গত মাসে মায়ের লেখা একটি নাটক ‘একই বৃন্তে’তে অভিনয় করেন তিন্নি।